আড়িয়াল বিল রক্ষা কমিটির সমর্থকরা গতকাল সোমবার সকাল ১০টায় ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছে। এ কারণে এ পথে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এ পথের যাত্রীরা পায়ে হেটে গন্তব্যস্থলে পৌছার চেষ্টা করছে। ধলেশ্বরী সেতুর কুচিয়ামোড়া থেকে ২ক ষোলঘর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা পর্যন্ত অবরোধকারীরা অবস্থান নিয়েছে। অবরোধকারীদের মধ্যে মহিলাও রয়েছে। তাদের হাতে লাঠিসোটা দেখা গেছে। অবরোধকারীরা রাস্তার মাঝে বিভিন্নস্থানে টায়ার জালিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করছে। আড়িয়াল বিল রক্ষা কমিটির আহবায়ক শাহজাহান বাদল জানান শ্রীনগর, নবাবগঞ্জ ও দোহার উপজেলার প্রায় ৪০ হাজার লোক আজকের এ কর্মসূচিতে যোগ দিয়েছে। ঢাকা থেকে লোকজন শুধুমাত্র আব্দুল্লাহপুর পর্যন্ত আসতে পারছে।
আড়িয়াল বিল রক্ষা কমিটি মানব বন্ধন কর্মসূচির ডাক দিলেও জন সমুদ্রের কারণে এটি অবরোধে রুপ নিয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলে বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণ না করার দাবিতে গত ২৬ জানূয়ারি বুধবার আড়িয়াল বিল রক্ষা কমিটি ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশের আয়োজন করে। কিন্তু পুলিশের বাধার মুখে সেই আয়োজন পন্ড হয়ে যায়। এতে ক্ষুব্দ হয়ে সমাবেশে গমনকারী শ্রীনগরে বাসে আগুন ধরিয়ে দেয়। পরে বিচ্ছিন্ন ঘটনায় পুলিশের সাথে সংর্ঘষ বাধে। এ ঘটনায় শ্রীনগর থানায় ৪০২৬জন আসামী করে পৃথক দু’টি মামলা হয়। তার প্রতিবাদে আড়িয়াল বিল রক্ষা কমিটি এ কর্মসূচির ডাক দেয়।
এ জনপদে নাশকতা এড়াতে পুলিশ প্রশাসন কুচিয়ামোড়া, নিমতলা, হাসারা, ষোলঘর, ছনবাড়িতে ব্যাপক পুলিশ র্যাব মোতায়েন করেছে। বিভিন্ন পয়েন্টে একজন এডিশনার এসপির নেতৃত্বে ৬০ থেকে ৭০জন পুলিশ রাখা হয়েছে।
[ad#bottom]
Leave a Reply