খালেদাকে আসামি করে মামলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। মুন্সীগঞ্জ বিচার বিভাগীয় হাকিমের আদালতে মঙ্গলবার দুপুরে মামলাটি করেছেন শহর আওয়ামী লীগের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন।

হাকিম আবু হাসনাত অভিযোগ আমলে নিয়ে তা এজাহার হিসাবে গ্রহণ করতে শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বাদির অভিযোগ, গত ২৯ জানুয়ারি ঢাকায় আইনজীবী ফোরামের এক সভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আড়িয়াল বিলে বিমানমন্দর নির্মাণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। এ কারণে সোমবার পুলিশ হত্যাসহ সহিংসতার ঘটনা ঘটে।

মামলাটিতে বিএনপি চেয়ারপারসন ছাড়াও অজ্ঞাতনামা ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার সংঘর্ষের পরই স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ এর জন্য খালেদা জিয়াকে দায়ী করে বলেছিলেন, “খালেদা জিয়ার নির্দেশে বিএনপি ক্যাডাররা ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়েছে।”

আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।

ওই ঘটনায় এর আগে শ্রীনগর থানায় তিনটি মামলা হয়। ওই সব মামলায় ছয় জনকে গ্রেপ্তারের কথা সকালে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তিনটি মামলার প্রতিটিতে ৬-৭ হাজার জনকে আসামি করেছে পুলিশ। সংঘর্ষের সময় পুলিশের খোয়া যাওয়া চারটি শটগানের মধ্যে একটি উদ্ধার হয়েছে বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন সকালে সাংবাদিকদের জানান।

বিডি নিউজ 24
———————————————–

মুন্সীগঞ্জে খালেদার বির”দ্ধে মামলা

বিমানবন্দর নির্মাণ প্রতিহত করার হুকুম ও প্ররোচনার অভিযোগ

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ইসুতে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে জনতা পুলিশ সংঘর্ষে সাব-ইন্সপেক্টর নিহত হওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের একাধিক শীর্ষ নেতা ও আড়িয়ল বিল এলাকার অজ্ঞাত ৩ হাজার লোককে আসামি করে মুন্সীগঞ্জ আদালতে মামলা করেছেন শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন। আদালত বাদির অভিযোগ আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করতে শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় খালেদা জিয়াকে ১ নম্বর, ২৯ জানুয়ারি বিএনপির গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়ে খালেদা জিয়া আড়িয়ল বিল নিয়ে বক্তব্য দেয়ার সময় উপস্থিত বিএনপির নেতাদের ২ নম্বর এবং স্থানীয় ৩ হাজার লোককে ৩ নম্বর আসামি দেখানো হয়েছে। মামলায় স্থানীয় সংসদ সদস্য, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিকসহ ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।

বাদি আব্দুল মতিন এ প্রতিবেদককে জানান, খালেদা জিয়ার উসকানি ও নির্দেশেই সোমবার শ্রীনগরে সহিংস ঘটনা ঘটেছে। এ জন্যই মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মামলা গ্রহণের নির্দেশনার তার হাতে পৌঁছেনি।

বাদির অভিযোগ ২৯ জানুয়ারি রাত সাড়ে ৯টায় গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিপক্ষে বক্তব্য প্রদান করে গোপনে দলীয় নেতাকর্মীদের তা প্রতিহত করার নির্দেশ দেন। খালেদা জিয়ার হুকুমে ও প্ররোচনায় শ্রীনগর, লৌহজং, সিরাজদিখান, টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া থানার বিএনপি কর্মীরা গাড়ি ভাঙচুর, পথরোধ, হামলা ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে উচ্ছৃঙ্খল কাজ থেকে বিরত থাকার আহ্বান জানালেও বিএনপি নেতাকর্মীরা তাদের নেত্রীর নির্দেশের কাজে বাধা দিলে লাশ ফেলে দেব বলে উক্তি করে। এররপই তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ও পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। তারা পুলিশ কর্মকর্তা মতিউর রহমানকে পিটিয়ে হত্যা করে। ওই হামলায় মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট শফিউল আলম, প্রথম আলোর সাংবাদিক সাজেদুল ইসলাম, ফটো সাংবাদিক শফিউদ্দিন বিটু, এএসপি দেওয়ান লালন আহমেদ, এসআই কামাল পাশা, এএসআই মনির, কনস্টেবল আজিজ ইসলাম ছাড়া আরো ৫ জন পুলিশকে আহত করেন।

আমাদের সময় 02-02-2010
—————————————-

[ad#bottom]

Leave a Reply