পদ্মার দক্ষিণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবি

পদ্মার দক্ষিণ প্রান্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ‘পদ্মার দক্ষিণ প্রান্তে বিমানবন্দর বাস্তবায়ন কমিটি’। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহবায়ক শরীফ এম আফজাল হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, এয়ারকাগের্ার মাধ্যমে রফতানি পণ্য জাহাজীকরণ ছাড়াও বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ধরনের জটের সৃষ্টি হচ্ছে। ফলে নানা রকম ভোগান্তির শিকার হচ্ছে ব্যবসায়ীরা। যুক্তিসঙ্গত কারণেই সরকার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন হবে।

এতে আরো বলা হয়, বাংলাদেশের পুরো অর্থনীতি প্রথমত বৃহত্তর ঢাকা জেলাভিত্তিক হওয়ায় বিভিন্ন সময়ে শ্রমিক অসন্তোষ, যানজট, শিল্প উৎপাদন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। তাই কমিটি এ বিমানবন্দর নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। আড়িয়ল বিল একটি খনিজ সমৃদ্ধ এলাকা ও প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই আড়িয়ল বিল ভরাট করে বিমানবন্দর নির্মাণ করা হলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে এবং তা পরিবেশ আইনেরও পরিপন্থি। এছাড়া এ স্থানে বিমানবন্দর নির্মাণ করা হলে মাটি ভরাটেও প্রচুর অর্থ ব্যয় হবে।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, বিমানবন্দর নির্মাণের উদ্যোগকে সামনে রেখে সরকার ময়মনসিংহের ত্রিশাল, ফরিদপুরের ভাঙ্গা, শরিয়তপুরের জাজিরা এবং মুন্সিগঞ্জের আড়িয়ল বিল এলাকা নির্বাচনের জন্য পরীক্ষা করে। প্রাথমিকভাবে ফরিদপুরের ভাঙ্গায় স্থান নির্ধারণের পরও অদৃশ্য কারণে তা মুন্সিগঞ্জ জেলার আড়িয়ল বিল এলাকায় নির্ধারণ করে। সরকারের এ সিদ্ধান্তের ফলে মুন্সিগঞ্জ এলাকার জনগণ আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই বিভিন্ন দিক বিবেচনা করে পদ্মার দক্ষিণ প্রান্তে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এতে অবহেলিত দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে বক্তারা দাবি জানান।

বক্তারা আরো বলেন, পদ্মার দক্ষিণ প্রান্তে বিমানবন্দর নির্মাণ করা হলে তা শুধু অর্থনৈতিকভাবে সাশ্রয়ই হবে না দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের একটি অংশের পিছিয়ে পড়া জনগণের প্রত্যাশাও পূরণ হবে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব মো. ওয়াসিউজ্জামান লেলিন, যুগ্ম আহবায়ক একে আজাদ, মেজর (অব.) ইয়াদ আলী ফকির, মেজর (অব.) ফারুক হোসেন, অধ্যাপক ড. কে এম সিরাজুল হক, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

[ad#bottom]

Leave a Reply