শামছুদ্দীন আহমেদ: বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের বলেছেন, একটি এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দর হবে, এটি কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে দুঃসংবাদ হতে পারে না। বরং এলাকাবাসীর কাছে এটি বড় সুসংবাদ হওয়ারই কথা। আড়িয়ল বিলে বিমানবন্দর হওয়া নিয়ে সম্পূর্ণ অযৌক্তিক কারণে এত কিছু ঘটে যাচ্ছে। বিভ্রান্তি ও সন্দেহের কারণেই এসব ঘটনা। প্রশাসনের কারো কারো অতিকথন ও ভিত্তিহীন তথ্য সরবরাহই এজন্য দায়ী। খোদ প্রধানমন্ত্রী এ বিষয়ে কাউকে কথা না বলার নির্দেশ দিয়েছেন। এরপরেও তারা কথা থামাননি। গত রাতে আমাদের সময়ের সঙ্গে টেলিফোনে আলাপকালে মন্ত্রী কারো নাম উল্লেখ না করে এসব কথা বলেন।
মন্ত্রী আরো জানান, তাকে কিংবা সরকারকে বিব্রত করার জন্য ঘটনাগুলো ঘটানো হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। পুরো বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন বলে তিনি জানান।
বিমানমন্ত্রী জানান, আড়িয়ল বিলের বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। কেবল স্থানীয়দের নোটিস দিয়ে অবহিত করা হয়েছে। সরকারের সিদ্ধান্তই আছে যে, যেখানে লোকবসতি নেই, যেখানে কোনো লোক ক্ষতিগ্রস্ত হবেন না এবং লোকবসতি থেকে বিমানবন্দর নিরাপদ দূরত্বে থাকবে সেখানেই বিমানবন্দর প্রতিষ্ঠা হবে। এজন্যই আড়িয়ল বিলকে বেছে নেয়া হয়েছে। এরপরেও টুকটাক যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের যথেষ্ট ক্ষতিপূরণ দেয়া হবে, এমন সিদ্ধান্তও রয়েছে। সরকারের এরকম সিদ্ধান্ত থাকার পর এখন যা ঘটছে তা হওয়ার কথা নয়।
[ad#bottom]
কিন্তু বর্তমানে যেসব বিমানবন্দর আছে শেগুলোতেই তো পর্যাপ্ত বিমান নেই, নতুন বিমানবন্দরের জন্য বিমান আসবে কোথা থেকে??
বরং এখন যে বিমানবন্দরগুলো আছে, সেগুলোকে আধুনিকায়নের বাবস্থা করতে হবে।