আড়িয়াল বিল রক্ষা কমিটির ডাকে ঢাকা মাওয়া মহাসড়কে জনতা পুলিশের সহিংস ঘটনায় গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেছে। এ মামলায় ৬ থেকে ৭ হাজার লোক আসামী করা হয়েছে। তাদের মধ্যে ১৫৪ জনের নামের তালিকা রয়েছে। বাকীরা অজ্ঞাত আসামী। উল্লেখ যোগ্য আসামীদের মধ্যে রয়েছেন আড়িয়াল বিল রক্ষা কমিটির আহবায়ক শাহজাহান বাদল, জেলা আওয়ামীলীগ কমিটির সদস্য ও বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান ইকবাল হাসান মাস্টার, বিএনপি নেতা ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান বারেক বেপারী, হাসাড়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ও মোকশেদ মাস্টার।
গতকালের সহিংস ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এ পর্যন্ত ৭জনকে আটক করেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হাসাড়া স্কুল গেইেটের সামনে পুলিশের ওপর জনতা হামলে পরে। এখানে এস আই মতিয়ার রহমান মারা যান। ঘটনায় শ্রীনগর থানার এস আই ফরিদ বাদী হয়ে মামলা করেছেন। হাসাড়া পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এ এসআই আতোয়ার রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের বাড়ির দিকে যাওয়ার পথে ছনবাড়ী এলাকায় পুলিশের সাথে জনতার সংর্ঘষের ঘটনায় ইন্সপেক্টর কুদ্দুসুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
শ্রীনগরের পুলিশ পৃথক গ্রুপ করে বিশাল পুলিশ বাহিনী একেকটি গ্রাম ঘিরে চিরনী অভিযান চালাচ্ছে। গতকালের ঘটনার পর থেকে আড়িয়াল বিলের ৩০টি গ্রাম থেকে পুরুষ লোক মামলার ভয়ে অন্যত্র সড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এখানে বর্তমানে ভুতড়ে পরিবেশ বিরাজ করছে। ঢাকার আশপাশ থেকে শ্রীনগরে আরো পুলিশের বহর এসে আবস্থান করছে।
আড়িয়াল বিল রক্ষা কমিটির নেতাদের মোবাইল বন্ধ রয়েছে। তারাও গা ঢাকা দিয়েছেন।
[ad#bottom]
Leave a Reply