আড়িয়ল বিল নিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করছে: যোগাযোগমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা শুরু
আসাদুজ্জামান সম্রাটঃ সংসদে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। গতকাল আলোচনায় অংশ নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর করা নিয়ে বিরোধী দল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরি করছে। তারা আড়িয়ল বিল নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। তাদের উসকানিতে পুলিশহত্যাসহ এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ এসময় বিরোধী দলকে উদ্দেশ করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন চাইলে সংসদে আপনাদের আসতেই হবে। ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বৈষয়িক বিষয় বা আদালতের এখতিয়ারে থাকা বিষয় নিয়ে অযৌক্তিক দাবি জানিয়ে সংসদ বর্জন সুস্থ রাজনৈতিক চর্চা নয়।’

এর আগে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এরপর হুইপ আ স ম ফিরোজ এই প্রস্তাবকে সমর্থন জানান। পরে এই প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু হয়।

যোগাযোগমন্ত্রী প্রথম বক্তা হিসেবে এই আলোচনায় অংশ নেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদও আজ এই আলোচনায় অংশ নেন।

[ad#bottom]

Leave a Reply