জমি অধিগ্রহণের শুনানি স্থগিত, যেভাবে প্রস্তাব এলো আড়িয়ল বিলের

প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় বিমান মন্ত্রণালয়
হুমায়ুন কবির খোকন: প্রস্তাবিত বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। জমি গ্রহণের ৩ ধারা নোটিশ আপাতত স্থগিত রেখেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও ঢাকা জেলা প্রশাসক। এছাড়া সংশ্লিষ্ট জেলার সার্বিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। সর্বশেষ গত ৩০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের কনসালট্যান্ট নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিমানমন্ত্রী জিএম কাদেরের সভাপতিত্বে এক বৈঠকে আইআইএফসি (ইন্টারন্যাশনাল ইনফ্রাক্ট্রাকচার ফ্যাসেলিটিজ সেন্টার)কে পরামর্শক নিয়োগের বিষয়ে আলোচনা হয়।

এ বিমানবন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল আড়িয়ল বিল এলাকায়। ১০ জানুয়ারি থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান ও লৌহজং উপজেলার আড়িয়ালবিলস্থ ১০ হাজার ৬০০ একর জমি অধিগ্রহণের নিমিত্তে ৩ ধারা নোটিশ জারি শুরু হয়। গত ১৮ জানুয়ারি ঢাকা জেলা বরাদ্দ কমিটির সভায় সিদ্ধান্তের পর দোহার ও নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিলস্থ ১২ হাজার ৯০০ একর জমি অধিগ্রহণে ৩ ধারা নোটিশ জারি শুরু করে। এছাড়া ঢাকা জেলা প্রশাসন অধিগ্রহণতব্য জায়গার ভিডিও ধারণও সম্পন্ন করেছে। স্থানীয় সূত্র জানায়, ৩ ধারা নোটিশ জারির সময় এলাকায় লাল পতাকা টানানো হয়। যার ফলে এলাকবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

গত বছরের ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত আড়িয়ল বিলে নির্মাণে নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ওই এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্যাটেলাইট সিটি নির্মাণেও অনুমোদন দেন। ওইদিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে কমিটির পরিদর্শন প্রতিবেদনের আলোকে তথ্যচিত্রসহ পাওয়ারপয়েন্ট দেখে বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণের স্থানের বিষয়ে এ নির্দেশনা দেন । বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জমির পরিমাণ প্রায় ২৫ হাজার একর। ৫০-থেকে ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে পিপিপি’র মাধ্যমে এ বিমানবন্দরটি নির্মাণ করা হবে।

বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের প্রকল্পের হালনাগাদ অগ্রগতি সম্পর্কে সূচনা বক্তব্য দেন। পরে বিমান ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী বঙ্গবন্ধু বিমানবন্দরের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, তিন বাহিনী প্রধান,ডিজি ডিজিএফআই ও বঙ্গবন্ধু বিমানবন্দর সেলের প্রধান।

ওই এলাকার জমি অধিগ্রহণসহ ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গত বছরের ২১ ডিসেম্বর বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (সিভিল এভিয়েশন) নেতৃত্বে এ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স এক মাসের মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ওই এলাকার ২৫ হাজার একর জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে সকল কাগজপত্র তৈরি করে মন্ত্রণালয়ের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

গত বছরের ১৬ ফেব্র“য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নামে নতুন একটি বিমানবন্দর স্থাপনে নীতিগত অনুমোদন দিয়েছিলেন। ওই বছরের ২৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৫০ হাজার কোটি টাকা। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)-এর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহের ত্রিশাল ও টাঙ্গাইলের সফিপুরে স্থাপনের আলোচনা হলেও তখন দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় প্রস্তাবিত পদ্মা সেতুর অপর প্রান্তে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিমানবন্দরটি নির্মাণের প্রস্তাব বিবেচনার কথা বলে কমিটি। তবে প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বাস্তবায়ন করার কারণে চূড়ান্ত স্থান নির্বাচনে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।

পরে একনেক সভায় বিমান বাহিনীর আপত্তি ও এলাকাবাসীর প্রতিবাদের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিশালের পরিবর্তে পদ্মা নদীর পাশে বিমানবন্দর স্থাপনের জায়গা দেখার নির্দেশ দেন। সেই অনুযায়ী বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে একটি সেল গঠন করে। এ প্রকল্প সেলের প্রধান নিয়োগ দেয়া হয় যুগ্মসচিব জয়নাল আবেদীন তালুকদারকে।

পরে বিমান ও পর্যটন সচিবের নেতৃত্বে একটি কমিটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত আড়িয়ল বিল, শরিয়তপুর জেলার জাজিরা, মাদারীপুর জেলার শিবচর ও ফরিদপুর জেলার ভাঙ্গার মালিগ্রাম এলাকাসহ পদ্মা নদীর উত্তর ও দক্ষিণ পাড়সহ সম্ভাব্য নতুন এ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন।

গত বছরের ১৫ নভেম্বর বিমানবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান হেলিকপ্টারযোগে আকাশপথে পরিদর্শন (এরিয়াল ভিউ) করে উচ্চপর্যায়ের কমিটি। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হেলিকপ্টারযোগে আট সদস্যের প্রতিনিধিদল ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, ফরিদপুর জেলার ভাঙ্গা, মাদারীপুর জেলার রাজৈর ও শরীয়তপুরের জাজিরা এলাকা পরিদর্শন করেন। বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী সিভিল এভিয়েশনের চেয়ারম্যান,বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণ প্রকল্প সেলের প্রধান ছিলেন জয়নাল আবেদীন তালুকদার। এ টিমে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের(ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর।

[ad#bottom]

Leave a Reply