বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শ্রীনগরে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সরকারকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, আড়িয়ল বিলের ২৫ হাজার একর জমি অধিগ্রহণ করে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ অযৌক্তিক ও উচ্চাভিলাষী। জনগণের স্বার্থ ও মতামত উপেক্ষা করে ক্ষমতার জোরে বিমানবন্দর নির্মাণের চেষ্টা করা হলে জানমালের আরো ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
আজহারুল ইসলাম বলেন, সরকারের দুই বছর অতিবাহিত হলেও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিদু্যৎ ও জ্বালানি সমস্যার সমাধান, দারিদ্র্য বিমোচন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কোন কার্যক্রম বাস্তবায়িত হয়নি। অথচ ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে এই ৫টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবিতে ৫, ৮, ১২, ১৮, ২১, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সভা-সমাবেশ ও দোয়া মাহফিল এবং জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ২৮ ফেব্রুয়ারি রাজবন্দি মুক্তি দিবস পালন কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, কেন্দ ীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম, কেন্দ ীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উলস্নাহ, মাওলানা এটিএম মাসুম ও মোঃ আবদুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।
[ad#bottom]
Leave a Reply