গ্রেপ্তার আরো ১৪, খালেদার মামলা থানায়

শ্রীনগরে সংঘর্ষ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় আরো ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে গ্রেপ্তারের সংখ্যা ২০ এ দাঁড়িয়েছে। অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে ও বুধবার সকালে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

একই ঘটনায় এর আগে আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়। ২০ জনকে বুধবারই আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশের ওপর হামলাসহ ধংসাত্মক কাজে জড়িত ছিলো।

ওসি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মঙ্গলবার আদালতে যে মামলাটি হয়, তা রাতে থানায় নথিভুক্ত হয়েছে।

স্থানীয়রা জানায়, আলমপুর, লস্করপুর, বাড়ৈখালী, মদনখালীসহ আশপাশের গ্রামগুলোতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

সোমবার পুলিশের খোয়া যাওয়া তিনটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে ওসি জানিয়েছেন। সেদিন মোট চারটি অস্ত্র খোয়া গিয়েছিলো। তবে পরদিন একটি উদ্ধার হয়।

আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।

ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপারসনকে প্রধান আসামি করে আরেকটি মামলা করে।

চারটি মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়েছে।

[ad#bottom]

Leave a Reply