আড়িয়ল বিলে সহিংসতা
আড়িয়ল বিলের সহিংস ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বুধবার রাতভর জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জানিয়ে শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
জানা গেছে, বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৯ জনকে ৫ দিন হেফাজতে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত মো. শুক্কুর, মোজাম্মেল, রাশেদ হোসেন, আলমগির হোসেন, মুন্না, মিল্লদ ও কাজলকে পুলিশ হেফাজতে এবং এছহাক ও সাবিবরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। আর বাকিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
সোমবারের সহিংস ঘটনায় পৃথক ৩টি মামলা করে পুলিশ এবং মুন্সীগঞ্জ আদালতে খালেদা জিয়াকে আসামি করে আরো ১টি মামলা করে শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। এর আগে গত বৃহস্পতিবার অবরোধের পর পুলিশ আরো ২টি মামলা দায়ের করেছিল। এ ৬টি মামলায় মোট ৩৩ হাজার জনকে আসামি করা হয়েছে।
[ad#bottom]
Leave a Reply