আড়িয়ালবিলের উপকণ্ঠের গ্রামগুলোতে উৎকণ্ঠা কেটে যাচ্ছে

শ্রীনগরে সংঘর্ষ
১০ নম্বর আসামী টঙ্গী থেকে গ্রেফতার
র‌্যাব ১১ আরো একটি শর্টগান উদ্ধার করেছে

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত এক আসামী ইলিয়াস হোসেনকে (৪২) গতকাল বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। গাজীপুর জেলার টঙ্গীর আউচপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর সেখানে সে আত্মগোপন করেছিল উল্লেখ করে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পুলিশ হত্যাসহ এই সংক্রান্ত ৩টি মামলায়ই সে ১০ নম্বর আসামী। এই নিয়ে গ্রেফতার সংখ্যা দাঁড়ালো ২১। এছাড়া থানায় রিমান্ডে আনা সাত গ্রেফতারকৃতের জিজ্ঞাসাবাদ চলছে। তারা অনেক তথ্য দিয়েছে বলে ওসি জানায়।

এদিকে আড়িয়াল বিলের উপকণ্ঠের গ্রামগুলোতে উৎকণ্ঠা ধীরে ধীরে কেটে যাচ্ছে। স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। গ্রেফতার আতঙ্কে পালিয়ে থাকা কিছু কিছু লোকজন গ্রামে ফিরতে শুরু করেছে। গতকাল বুধবার রাতে পুলিশ গ্রামগুলোতে কোন অভিযান চালায়নি।

শ্রীনগর থানার ওসি জানান, ঢাকা বিভাগীয় ডিআইজি আসাদ্দুজামান সকাল থেকে শ্রীনগর অবস্থান করছেন।
এদিকে র‌্যাব ১১ ইন্সপেক্টর লুৎফর রহমান হাসাড়া খেলার মাঠের খেজুর গাছের নিচ থেকে পরিতেক্ত অবস্থায় শ্রীনগর পুলিশের খোয়া যাওয়া ৪টি শর্টগানের মধ্যে আরো একটি শর্টগান উদ্ধার কছেন। এ নিয়ে ২টি শর্টগান উদ্ধার করা হল।

[ad#bottom]

Leave a Reply