আড়িয়াল বিল এলাকায় সড়ক-মহাসড়কে রাতে র‌্যাব ও পুলিশ ছাড়া মানুষের চলাচল নেই

ডাকাত হানা দিয়েছে বলে মাইকে প্রচার
কাজী দীপু , মুন্সীগঞ্জ থেকে: আড়িয়ল বিলের সহিংস ঘটনায় দায়ের করা মামলার গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ফলে আড়িয়ল বিলের একাধিক গ্রাম রাতের বেলা পুরুষশূন্য থাকছে। মঙ্গলবার রাতে পুলিশের অভিযান চলাকালে গ্রামের মসজিদের মাইক থেকে ‘ডাকাত হানা দিয়েছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসো’ বলে দেয়া ঘোষণা শোনা গেছে বলে স্থানীয় জনসাধারণ জানিয়েছে।

কিন্তু সোমবার রাত থেকে পুলিশের মারমুখী আচরণের কারণে সন্ধ্যার পরপরই সবাই বাড়ি ফিরে যায়। ঝামেলা এড়াতে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শিক্ষক শফিকুল জানান, রাত ৮টার পর থেকে শ্রীনগরের সর্বত্র অঘোষিত কার্ফু জারির মতো অবস্থা বিরাজ করেছে। র‌্যাব ও পুলিশ ছাড়া মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে মানুষজনের চলাচল নেই।

স্থানীয় সূত্রটি আরো জানায়, সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ও অনেকটা অরক্ষিত আড়িয়ল বিলের প্রত্যন্ত গ্রামগুলোতে পুলিশ এখনো যায়নি। সে সব গ্রাম ও নিরাপদ স্থানগুলোতে বিলের পুরুষরা রাতের বেলা আত্মগোপন করে থাকেন। এছাড়া অনেকে ঝামেলা এড়াতে ঢাকায় চলে গেছেন।

[ad#bottom]

Leave a Reply