প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানাই

মাহবুবুল আলম
প্রধানমন্ত্রীর ঘোষণা শুনলাম। তিনি বলেছেন, জনমতের বিরুদ্ধে গিয়ে আড়িয়ল বিলে বিমানবন্দর করা হবে না। প্রধানমন্ত্রী সে সিদ্ধান্ত নিয়ে থাকলে তার ঘোষণাকে স্বাগত জানাই। কারণ বিমানবন্দর নির্মাণ নিয়ে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রধানমন্ত্রীর এ ঘোষণা অবশ্যই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর আড়িয়ল বিল অঞ্চলে বসবাসকারী লোকজন শান্ত হবে। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণে সরকারি সিদ্ধান্তের পর আমরা ইতিমধ্যে গণমাধ্যমে বিশেষজ্ঞদের লেখা দেখেছি। অনেকেই লিখেছেন, আড়িয়ল বিল একটি বড় জলাভূমি। যেখানে বর্ষার সময় অথৈ পানি হয়। বছরের বিভিন্ন সময়ে মাছ চাষ, ধান চাষসহ প্রচুর মওসুমি শস্যের ফলন হয়।

এ ধরনের একটি উৎপাদনশীল জলাভূমিতে কোন স্থাপনা নির্মাণের যুক্তি নেই। জনগণও সেখানে বিমানবন্দর নির্মাণ অনুচিত মনে করেছে। তারা সরকারি সিদ্ধান্তটি মেনে নিতে পারেনি বলেই প্রতিবাদে সোচ্চার হয়েছে। এখন সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত বাতিল করলে জনমনের ক্ষোভও ধীরে ধীরে উপশম হবে। সেই সঙ্গে সেখানে আহতদের চিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও সরকারের জন্য প্রাসঙ্গিক। এছাড়া মামলা দিয়ে কোন সমস্যার সমাধান হয় না। সেখানে হাজার হাজার নাম না জানা মানুষের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এখন সে মামলা কিভাবে পরিচালিত হয় জানি না। তবে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়ায় বিষয়টি এখন একটি রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। বিএনপি হরতালেরও ডাক দিয়েছে। তবে আমার বিশ্বাস কোনপক্ষই হয়রানিমূলক কোন সিদ্ধান্ত নেবে না। আর রাজনৈতিক দূরত্ব ও অস্থিরতা সৃষ্টিকারী পদক্ষেপ থেকে সবারই দূরে থাকা উচিত।

[ad#bottom]

Leave a Reply