মুন্সিগঞ্জের শহরের দেওভোগ বাসিন্দা স্বামী মো. নয়া মিয়া মন্ডল (৯৩) ও স্ত্রী সেতারা বেগম(৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি … রাজিউন)। তাঁরা ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
৮ ঘন্টা ব্যবধানে দু’জনের মৃত্যুর শোকে পাথর হয়ে পড়েছে পরিবারটি। গ্রামবাসীরা বলেছেন, এই স্বামী স্ত্রীর সঙ্গে বৃদ্ধ বয়সেও প্রেম ছিল গভীর । সকাল ৭টায় স্বামী ইন্তেকাল করেন। বাদ জোহর তাঁর নামাজের জানাজা শেষে দেওভোগ কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর বাড়ি ফিরতেই বিকাল ৩টার দিকে মারা যান স্ত্রী। স্বামীর শোক সহ্য করতে না পেরেই স্ত্রী চিরনিন্দ্রায় শায়িত হন। এমন মৃত্যুর খবরে বাড়িটি ভিড় পড়ে যায়। বাদ মাগরিব নামাজের জানাজা শেষে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়।
[ad#bottom]
Leave a Reply