আড়িয়ালের আশপাশের গ্রামগুলো শান্ত, উৎকণ্ঠা কমছে

বিল রক্ষা কমিটি নেতা জলিল মাস্টার গ্রেফতার
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ আড়িয়াল বিলের উপকণ্ঠের গ্রামগুলোর অবস্থা এখন শানত্ম। আতঙ্ক উৎকন্ঠা অনেকটাই কেটে গেছে। প্রধানমন্ত্রীর প্রতি গ্রামবাসীদের আস্থা বেড়ে গেছে। পুলিশের লুণ্ঠিত একটি গ্যাসগান শুক্রবার বিকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে আড়িয়াল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল মাস্টারকে গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি গ্রামবাসীর আস্থা বেড়ে গেছে। বৃহস্পতিবার রাতেও গাদিঘাট, মত্তগ্রাম, বানিয়াবাড়ি, সেলামতি, ভঙ্গাছাড়া, মরিচবাড়ি, দি ঘিরপাড়া, আরদিপাড়া, কানাইনগর, সবজিহাটি গ্রামসহ বেশ ক’টি গ্রামে প্রধানমন্ত্রীর পক্ষে আনন্দ মিছিল হয়েছে। তবে বিমানবন্দরের বিরোধিতা করে ভুল করলেন কিনা তা নিয়েও বিলবাসীর মধ্যে জল্পনা শুরম্ন হয়েছে। এদিকে গ্রেফতার আতঙ্ক পুরোপুরি কাটেনি। এখনও রাতে মসজিদের মাইকগুলো সচল থাকে। গাদিঘাট গ্রামের তাজুল ইসলাম জানান, রাতে মাইকে বলা হয়-“গ্রামবাসী ঘুমিয়ে পড়বেন না, পুলিশ গ্রেফতার করতে আসলে প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন।” এ ব্যাপারে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, এটা এখন বাড়াবাড়ি পুলিশের ডিআইজি নিজে এসে ঘোষণা দিয়ে গেছেন কোন গ্রামবাসীকে হয়রানি করা হবে না, সেখানে এই আতঙ্ক সৃষ্টি করার কোন কারণ নেই। পুলিশ গত ২/৩ দিন ধরে গ্রামে কোন রকমের অভিযানই চালায়নি। মোবাইল ফোনসহ বিভিন্নভাবে গ্রামবাসীদের আতঙ্ক কাটিয়ে দেয়া হচ্ছে। এদিকে আজ শনিবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলা অডিটরিয়ামে আড়িয়াল বিলবাসীদের নিয়ে মতবিনিময়সভা আহ্বান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। বাড়ৈখালী ইউপির চেয়ারম্যান মোঃ আকবাল হোসেন মাস্টার সন্ধ্যায় জানান, এখন গ্রামগুলোর অবস্থা অনেকটাই ভাল। শানত্ম পরিবেশ বিরাজ করছে। বাড়ৈখালী, মদনখালী, লস্করপুর, আলমপুর, শ্রীধরপুর, খৈরাখালী, বোয়ালমারা, মরিচপট্টি, পুটিমারা, কানাইনগর, ভাঙ্গাছাড়া, মুন্সিনগরসহ প্রায় সব গ্রামের অবস্থাই স্বাভাবিক।

পুলিশের লুন্ঠিত গ্যাসগান শুক্রবার উদ্ধার হয়েছে। সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামের রাসত্মার পাশে বিকাল সোয়া ৪টায় পরিত্যক্ত অবস্থায় এটি পাওয়া যায়। সহকারী পুলিশ সুপার কামরম্নল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে এটি উদ্ধার করে অক্ষত অবস্থায় ফিরে আসেন। আড়িয়াল বিল নিয়ে সোমবার সংঘর্ষের সময় পুলিশকে জখম করে এই গ্যাসগান ছাড়াও আরও ৩টি শর্টগান এবং গুলি ও গ্যাস শেল লুট করে নেয়। এর পর্যনত্ম দু’টি শর্টগান ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তবে উদ্ধার করা যায়নি একটি শর্টগান এবং গুলি ও গ্যাস শেল।

আড়িয়াল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল মাস্টার (৫০) বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাত ৯টায় শ্রীনগর থানায় নিয়ে আসা হয়। শ্রীনগরে সোমবারের পুলিশ হত্যাসহ ৩টি মামলায়ই তিনি এজাহারভুক্ত ২৮ নং আসামি। এই নিয়ে এই ঘটনায় ২২জনকে গ্রেফতার করা হলো। এদিকে অপর গ্রেফতারকৃত ইলিয়াসকে বৃহস্পতিবার ৫দিনে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। কিন্তু সময় পার হয়ে যাওয়ায় আদালত রিমান্ড শুনানি করেনি। রবিবার এই শুনানি হবে বলে ওসি জানান। শুক্রবার বিকালে আব্দুল জলিল মাস্টারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁর রিমান্ড আবেদন পুলিশ করেনি। এদিকে রিমান্ডে আনা সাত আসামিকেও একই সঙ্গে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত থেকে অনুমতি পাওয়া দু’আসামিকে জেল গেটে জিজ্ঞাসা এখনও করা হয়নি জানিয়ে পুলিশ সুপার বলেছেন, তাদের পরে জিজ্ঞসা করা হবে। খালেদা জিয়ার বিরম্নদ্ধে মামলা গ্রহন করা হচ্ছে না।

[ad#bottom]

Leave a Reply