নিহত পুলিশের পরিবারকে ২৫শ’ মণ ধান দেবে আড়িয়ল বিলবাসী

আমরা নিহত পুলিশ অফিসার মতিউর রহমানের পরিবারকে এককালীন আড়িয়ল বিলের ২৫ হাজার একর জমি থেকে ২৫শ’ মণ ধান দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এই ঘোষণা দেন আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসিরুল আলম পলাশ। সংঘর্ষে নিহত পুলিশ অফিসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এদিকে মুন্সীগঞ্জে আড়িয়ল বিলের সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে বাড়িঘরে ফিরে এলেও গ্রেপ্তার আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে। গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রতাহারের বিরুদ্ধে সকালে লস্করপুর ও মদনখালীতে মিছিল করেছে গ্রামবাসী। নিরীহ জনসাধারণের হয়রানি বন্ধ ও নির্বিঘ্নে গ্রামে অবস্থানেরও নিশ্চিত ঘোষণা দাবি করেন তারা। পুলিশি গ্রেপ্তার আতঙ্কে এখনও গ্রামে উঠছেন না অনেকে। র‌্যাব ও পুলিশের ঢোকার পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার জন্য আলমপু ও বাড়ৈখালির ব্রিজের স্ল্যাব ও বিভিন্ন পয়েন্টে শ’ শ’ গাছের গুঁড়ি ফেলে রাখার কারণে বিস্তীর্ণ আড়িয়ল বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া হাসাড়া-বাড়ৈখালী-নবাবগঞ্জ সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ।

[ad#bottom]

Leave a Reply