টঙ্গীবাড়ীতে সরকারী গাছ লুট করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান

টঙ্গীবাড়ী উপজেলার সিদ্বেশ্বরী বাজারের মসজিদ সংলগ্ন বড় আকারের প্রাচীন একটি সরকারি কড়ই গাছ লুট হয়েগেছে। গাছটির বর্তমান বাজার মূল্য অর্ধ লাখ টাকা। ছুটির দিন শুক্রবার উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী নূর মোহাম্মদ শেখ এই গাছ লুট করে নেয় বলে এলাকাবাসী জানিয়েছে।

বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, গাছ কাটার সময় বাঁধা দিলে, ভাইস চেয়ারম্যান অনুমতি নিয়েই কাটছেন বলে জানান। কিন্তু কোন অনুমতি দেখাপোতে পারেননি। সংশ্লিষ্ট পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান শেখ সেলিম জানান, আমি গাছ কাটার বিষয়ে সরকারী কোন অনুমতি পত্র পাইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল জানান, তিনি আমার কাছে অনুমতির জন্য এসেছিলেন, আমি তাকে কোন অনুমতি দেইনি। তাকে বলেছি সরকারী গাছ এভাবে কাটা যায় না।

অভিযুক্ত ভাইস চেয়ারম্যান সাংবাদিকদের জানান, গাছটির মালিক জেলা পরিষদ। আমাকে মৌখিক ভাবে গাছ কাটার অনুমতি দিয়েছে।

এই গাছ কাটার কারণে বাজারটির সুন্দর্য নষ্টসহ ছায়াহীন হয়ে পড়েছে বলে ব্যবসায়ীর জানান।

[ad#bottom]

Leave a Reply