এ কে এম শাহনাওয়াজ
আড়িয়ল বিলে বিমানবন্দর ইস্যু নিয়ে লেখার পরিকল্পনা ছিল। ব্যক্তিগত দায়ও ছিল একটু বেশি। কারণ এই বিল লাগোয়া আমার মামাবাড়ি। আমার আÍীয়-স্বজনের অনেকেই কাতরভাবে আমার কাছে বয়সভেদে অনুনয়, অনুরোধ বা আদেশের সুরে দাবি করছিলেন আমি যাতে আড়িয়ল বিল রক্ষায় পত্রিকায় কলাম লিখে তাদের পাশে দাঁড়াই। এই সরল মানুষগুলোর বিশ্বাস আমি পত্রিকায় কলাম লিখি, তাই আমার অগাধ ক্ষমতা। আমরা ভালো করে লিখলে সরকার কথা শুনবে। ফিরে আসবে এই ভয়ংকর খেলা থেকে। সরল মানুষগুলোর মন ভেঙে না দিয়ে আমি মনে মনে বিব্রত হই।
আড়িয়ল বিল রক্ষা নিয়ে এর মধ্যে ভয়ংকর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে। এক পুলিশ সদস্য মারা গেছেন। সাংবাদিক, পুলিশ সদস্যসহ বহু গ্রামবাসী আহত হয়েছেন। আমি কাছে থেকে পুরো বিষয়টি জানার ও বোঝার চেষ্টা করেছি। এসবের আলোকে ২ ফেব্র“য়ারি সকালেই কম্পিউটারে লেখাটির এক পৃষ্ঠা মুসাবিদা করেও ফেলেছিলাম। আমি লেখাটির শিরোনাম দিয়েছিলাম “সামরিক শাসনের আচরণে ‘গণতন্ত্রী’ সরকার”। উদ্ভূত পরিস্থিতির পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দর হওয়ার পক্ষে দৃঢ়তা দেখালেও আমাদের কাছে স্পষ্ট ছিল, শেখ হাসিনা সরকার এতটা নির্বোধ হবে না। নিজেদের অপরিণামদর্শী সিদ্ধান্ত অবশ্যই ফিরিয়ে নেবে। তবে উল্টাপাল্টা বচনে ও আচরণে ঘা যেন আর না বাড়ায় সে প্রসঙ্গে আমি আমার অভিমত প্রকাশ করব ভেবেছিলাম। অর্ধসমাপ্ত লেখা রাতের জন্য তুলে রেখে গিয়েছিলাম ঢাকায়। সন্ধ্যায় ফিরতি পথে রেডিওতে জানলাম, মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী আড়িয়ল বিলের এলাকাবাসীর ইচ্ছাকে সম্মান জানিয়ে বিমানবন্দর না করার ব্যাপারে মতামত জানিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের যে বিশ্বাস ছিল, তার প্রতি তিনি সুবিচার করলেন। এজন্য তাকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
৩ মে দৈনিক পত্রিকাগুলোয় বিশদ জানার চেষ্টা করলাম। জানা গেল, জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এ মন্তব্যও করেছেন, যারা আড়িয়ল বিলে বিমানবন্দর করার বিরোধিতা করেছেন তারা অদূরদর্শিতা দেখিয়েছেন। এ জায়গাটি পড়েই আমি নিজের কাছে নিজে যেন অপরাধী হয়ে গেলাম। যদিও আমি এর আগে আড়িয়ল বিলে বিমানবন্দর করার পক্ষ-বিপক্ষ নিয়ে কোথাও লিখিনি, তবে নানা যুক্তিতে সরকারি সিদ্ধান্তকে মেনে নিতে পারিনি। যখন বিশেষজ্ঞদের মতামত আমলে না এনে মাননীয় প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দর করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন একে আমার কাছে সরকারি অদূরদর্শিতা বলে মনে হয়েছিল। যখন অসংখ্য মানুষের বাস্তুভিটা হারানো, পরিবেশ বিপর্যয় এবং সাধারণ মানুষের কৃষি অর্থনীতির বাস্তবতা আমলে না এনে, বিশেষজ্ঞ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের কোন গণতান্ত্রিক আচরণ না দেখিয়ে সরকার জমি অধিগ্রহণের পদক্ষেপ নিয়ে ফেলল তখন একে কোন গণতান্ত্রিক সরকারের আচরণ বলে মনে হয়নি। আমি বিপর্যস্ত মনে ভাবছিলাম, এমন হঠকারী সিদ্ধান্ত কিভাবে নেয়া সম্ভব হল! বিশেষ করে আমার মনে হচ্ছিল আওয়ামী লীগ অবলীলায় একটি বড় ধরনের রাজনৈতিক ভুল করে ফেলল, ভবিষ্যতে যার খেসারত দিতে হবে। পাশাপাশি দেখলাম বিএনপি এই আক্রার দিনে একটি রাজনৈতিক সুবিধা পেয়ে গেল অনায়াসে। আর অচিরেই বিএনপি কোন ভুল না করে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়াল। আওয়ামী লীগের রাজনৈতিক ভুলের বিপরীতে সহজেই বিএনপির রাজনৈতিক সাফল্য অর্জিত হয়ে গেল।
আমরা লক্ষ্য করেছি এক-দেড় মাস আগে সরকারের আড়িয়ল বিল অধিগ্রহণের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে নিজেদের রুটি-রুজি আর আশ্রয়ে টান পড়ায় স্বাভাবিকভাবেই প্রতিবাদ জানিয়েছিল এলাকাবাসী। সরকার কর্ণপাত না করায় আড়িয়ল বিল রক্ষা কমিটির ব্যানারে সংঘবদ্ধ হতে হল গ্রামবাসীকে। একটি বড় রকম দানা বাঁধা আন্দোলনকে রাজনৈতিক রং দেয়া ছিল বালিতে মুখ গুঁজে ঝড় এড়ানোর অপচেষ্টা। আজ বড় রকমের অঘটনের পর মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, জনগণ না চাইলে বিমানবন্দর হবে না। একটু দূরদর্শিতা দিয়ে তাকাতে পারলে অনেক কিছু হারানোর আগেই জনগণের দল আওয়ামী লীগের নেতা-নেত্রীরা জনগণের ভাষা পড়ে নিতে পারতেন। আমরা জানি না জননেত্রী শেখ হাসিনা আর এলাকাবাসীর মাঝখানে কারা পাহাড়ের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ভুল তথ্যে ভারাক্রান্ত হয়ে নেত্রী দূরদর্শিতা দিয়েও এলাকাবাসীর ইচ্ছা-অনিচ্ছার খোঁজ পেলেন না।
অপরিণামদর্শী হতাশ রাষ্ট্র পরিচালকরাই নিজ ব্যর্থতা ঢাকতে বিরোধী পক্ষকে হিরো বানায়। ছাত্রলীগের টেন্ডারবাজি, সন্ত্রাস, দখলবাজিকে সামাল দিতে না পেরে সরকারি নেতাদের বচন ‘ছাত্রলীগে ছাত্রদল-শিবির ঢুকে পড়েছে’। যদি তা হয়েও থাকে তবে তা তো সরকারি দল আর সরকারেরই ব্যর্থতা। নগরে সন্ত্রাস বাড়লে, ঢাকেশ্বরী মন্দিরে চুরি হলে সরকারের বিরুদ্ধে কোন পক্ষের ষড়যন্ত্র খোঁজা হয়। এই অদৃশ্য শক্তিমান ষড়যন্ত্রকারীদের কাছে এভাবে পরাজয় মানেন সরকারের সংশ্লিষ্ট দায়িত্ববানরা। আড়িয়ল বিল রক্ষা কমিটির ব্যানারে জড়ো হয়েছিলেন দলমত-নির্বিশেষে সব এলাকাবাসী। আর নেতৃত্বে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনরা ছিলেন, খোঁজ নিলে দেখবেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের স্থানীয় নেতা। মূলত এটি কোন রাজনৈতিক ইস্যু ছিল না। এটি ছিল লক্ষাধিক মানুষের অস্তিত্বের লড়াই। জননেত্রীর এখনই প্রশ্ন করা উচিত স্থানীয় সংসদ সদস্য-মন্ত্রীদের কাছে, প্রকৃত সত্য নেত্রীর কাছে তারা কেন আড়াল করেছেন? মাননীয় প্রধানমন্ত্রীকে দূরদর্শিতা প্রয়োগের সুযোগ না দিয়ে কেন তাকে জনবিচ্ছিন্ন করে দিয়েছিলেন?
সাধারণ মানুষের আন্দোলনের পরিণত পর্যায়ে এসে সময়ের সুবিধাটিই শুধু নিয়েছেন বিএনপি নেত্রী। তিনি একাÍতা ঘোষণা করেছেন আন্দোলনকারীদের সঙ্গে। বিএনপির জায়গায় আওয়ামী লীগ থাকলে রাজনৈতিক কৌশল হিসেবে তারাও একই সুযোগ গ্রহণ করতেন। এই অর্থে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করাটা স্থানীয় নেতাদের বালখিল্য আচরণ হয়েছে কিনা তা মহামান্য আদালতই ভালো বলতে পারবেন। আজ যখন স্থানীয় সংসদ সদস্যরা অভিযোগ করছেন বিরোধী দল জনসাধারণকে উস্কে দিয়েছে, তখন তো দলের পক্ষ থেকে তাদের কাছে শোকজ করা উচিত, তারা কেন এই উসকানোকে প্রতিহত করতে পারেননি। সরকারি দলের এমপি-মন্ত্রী হয়েও জনগণের কাছে তারা পৌঁছতে পারলেন না। সাধারণ মানুষ অদৃশ্য বিরোধী পক্ষের নেতৃত্বই মেনে নিল! মাঠের রাজনীতি করা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের নেতারা দূরদৃষ্টি নয়Ñ ঘোলাটে দৃষ্টিতে তাকালেও বুঝতে পারতেন ছেলে-বুড়ো-তরুণের সঙ্গে ঘরের বৌ-ঝিয়েরা যখন লাঠিসোটা নিয়ে পথে নামে তখন আন্দোলনের গুরুত্ব কোথায় গিয়ে পৌঁছে! এমন আন্দোলনে জনগণের বিপরীতে পুলিশকে আÍাহুতি দিতে পাঠায় জনবিচ্ছিন্ন আর সামরিক সরকার।
কেন আড়িয়ল বিল সংশ্লিষ্ট মানুষের বিমানবন্দরবিরোধী আন্দোলন? আমার মনে হয় বর্তমান সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ভালো বলতে পারবেন কৃষিভূমি হিসেবে আড়িয়ল বিলের গুরুত্ব কতটা। বাংলাদেশে এর তুল্য উর্বর ভূমি খুব অল্পই আছে। সবচেয়ে কম জলসেচে হেক্টরপ্রতি সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় এখানে। এই উর্বর মাটিতে বাম্পার সবজি ফলে। উদাহরণ হিসেবে বলা যায়, আড়িয়ল বিলের কুমড়া নিদেনপক্ষে এক মণ ওজনের হয়ে থাকে। বর্ষাকালে আড়িয়ল বিল হয়ে যায় মাছ চাষের স্বর্ণ খনি। মৎস্যজীবীদের পাশাপাশি উপজীবিকা হিসেবে এ বিল থেকে বর্ষায় আট-দশ লাখ টাকার শামুক আহরণ করা হয়। কারও কারও জীবন চলে শাপলা-শালুক সংগ্রহ আর বিক্রি করে। এভাবে লক্ষাধিক মানুষের জীবিকা জড়িয়ে আছে আড়িয়ল বিলকে ঘিরে। বিলের কাছাকাছি সাত পুরুষের ভিটেতে যারা বসত করছে, তারাও দুশ্চিন্তাগ্রস্ত। শুনেছে বিমানবন্দর হলে চারপাশে শহর গড়ে উঠবে। বাস্তুভিটা হারিয়ে তাদেরও নামতে হবে পথে। ফলে বাস্তুভিটা ও জীবিকা হারানোর ভয়ে হতাশ এ মানুষগুলো যখন অনন্যোপায় হয়ে ঘুরে দাঁড়ানোর জন্য কাফনের কাপড় মাথায় জড়িয়ে লাঠি হাতে পথে নামে, তখন জনগণের দল হয়ে আওয়ামী লীগ এর ভয়াবহতা ও গভীরতা না দেখে বিরোধী দলের উসকানি বলে বক্তব্য দেয়। এমন দৃষ্টিভঙ্গির ভেতর আর যা-ই হোক রাজনৈতিক দূরদর্শিতা খুঁজে পাওয়া যায় না।
আমি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি দলমত-নির্বিশেষে প্রায় সব মানুষই আড়িয়ল বিল রক্ষা আন্দোলনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত। দুই শ্রেণীর মানুষ বিমানবন্দর তৈরির পক্ষে। এদের এক পক্ষ স্থানীয় সরকারদলীয় ক্ষমতাবান গোষ্ঠী। হাজার হাজার কোটি টাকার বিমানবন্দর তৈরির সঙ্গে যুক্ত থেকে বস্তুগত সুবিধা লাভ হবে বলে মনে করছেন তারা। আর অন্য পক্ষ বিছুটা দূরবর্তী এলাকার মানুষ, যাদের বাস্তুভিটা হারাতে হবে না। বরং শহর গড়ে উঠলে জমিজমা, বাড়িঘরের দাম বেড়ে যাবে।
মাননীয় প্রধানমন্ত্রী ২০২১ সালে যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন তার বাস্তবায়ন সব দেশপ্রেমিক মানুষই চাইবে। এ কারণে জননেত্রী সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা দূরদৃষ্টি দিয়ে অনুভব করছেন। দেশের সব ধরনের উন্নয়নই অগ্রগতির সোপান। তবে আমাদের মতো বিদেশী ঋণে জর্জরিত দেশের উচ্চাভিলাষী পরিকল্পনা হওয়া উচিত অগ্রাধিকারের ভিত্তিতে। ২০২১-এর ভিশন পূরণে এখনও অতিরিক্ত আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও গুরুত্বপূর্ণ অভাব রয়েছে। ২ ফেব্র“য়ারি কালের কণ্ঠ পত্রিকায় সম্পাদকীয় পাতায় সাবেক বৈমানিক আলমগীর সাত্তারের কলাম পড়লাম। আগের সন্ধ্যায় টিভি চ্যানেলেও তার বিশ্লেষণ শুনেছি। তাতে জানলাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ৫০০ ফুট। একে ১২ হাজার ফুট পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব, যতটা দৈর্ঘ্য আছে হিথরো বিমানবন্দরের। শুধু আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ালেই এটি আন্তর্জাতিক মানের বড় বিমানবন্দর হতে পারে। জনাব সাত্তারের হিসাবে এ বিমানবন্দরের ক্ষমতার মাত্র ৩৭ ভাগ ব্যবহƒত হচ্ছে। ২০২১-এ পৌঁছতে আর ১০ বছর বাকি। বিশেষজ্ঞ ভাষ্যে পুনর্গঠন করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৩০ বছর পর্যন্ত বড় বিমানবন্দরের চাহিদা মেটাবে। তাই অন্য কোনো উদ্দেশ্য না থাকলে আড়িয়ল বিলে না হলে অতঃপর পদ্মার চরে নতুন বিমানবন্দর করতে এত আদাজল খেতে হবে কেন গণতান্ত্রিক দেশের মানুষ তা জানতে চাইতেই পারে। বিশেষ করে এসব ঋণের টাকা এদেশের সাধারণ মানুষকেই ঘাম ঝরিয়ে শোধ দিতে হবে।
আড়িয়ল বিল সংলগ্ন আমার এক গ্রাম সম্পর্কীয় ভাইয়ের জবানি দিয়ে শেষ করব। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সে। আবেগে বা কষ্টে চোখের পানি লুকাতে পারল না। বলল, ‘অনেক পরিশ্রম করেছিলাম আমরা গত নির্বাচনে। আওয়ামী লীগের ভোটার বাড়িয়েছিলাম। নির্বাচনে সাফল্যও পেয়েছিলাম। বিমানবন্দরের কী ভূত চেপেছিল আমাদের নেতাদের ঘাড়ে! আন্দোলন ও পরবর্তী নির্যাতনে সাধারণ মানুষ এতটাই মুখ ফিরিয়েছে যে, অন্তত দুটি আসনের জন্য ভোটারের কাছে যাওয়াই যাবে না।’ নেতারাই ভাবুন কীভাবে এই ক্ষতি পূরণ করবেন।
ড. এ কে এম শাহনাওয়াজ : অধ্যাপক, প্রতœতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
shahnawazju@yahoo.com
[ad#bottom]
Leave a Reply