আড়িয়ল বিলে সংঘটিত জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় মুন্সিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামী কাল সোমবার দেশ ব্যাপি হরতালের পক্ষে মুন্সিগঞ্জ শহরে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। আজ রোববার বিকালে স্থানীয় পৌর মার্কেটস্থ বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই, পৌর মেয়র এ.কে.এম.ইরাদত মানু, বিএনপি নেতা এডভোকেট তোতা মিয়া ও শাহিন মিয়া প্রমুখ।
আড়িয়ল বিলের ঘটনায় দুঃখ প্রকাশ করে আব্দুল হাই বলেন, খালেদা জিয়াকে আসামী করে সরকারী দল এটাকে রাজনৈতিক ইস্যু বানাতে চায়। মামলায় খালেদা জিয়ার নির্দেশে মাওয়া মহাসড়কে সংঘটিত সহিংসতার ঘটনা ঘটেছে বলে যা উল্লেখ করা হয়েছে তা সবেই মিথ্যা বনোয়াট ও উদ্দ্যেশ্য প্রনোদিত। এর মাধ্যমে তারা জাতীয়তাবাদি দল তথা বেগম খালেদা জিয়াকে জাতীর কাছে হেয় প্রতিপন্ন করার অপ কৌশল অবলম্বন করেছে। তিনি অভিযোগ করে বলেন, আড়িয়ল বিলবাসীর ন্যয্য অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দানসহ গুলী টিয়ার গ্যাসসহ ও জলকামান ব্যবহার করেছে। তিনি অনতিবলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।
[ad#bottom]
Leave a Reply