স্ত্রীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় নির্যাতনের শিকার এক স্বামী

জিন্নাতুন নূর
স্ত্রীর অনৈতিক সম্পর্ককে বাধা দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছেন আরিফ হোসেন (৩০) নামে এক যুবক। স্ত্রী তার বাবা ও ভাইকে দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন আরিফ। দগ্ধ আরিফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে। মুন্সীগঞ্জের গজারিয়ার উত্তরখুলদী গ্রামে তার বাড়ি।

গতকাল দুপুরে বার্ন ইউনিটের চতুর্থ তলার ৫১ নম্বর শয্যায় সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় ছটফট করছিলেন আরিফ হোসেন। অসহনীয় যন্ত্রণায় থেকে থেকে চিৎকার দিয়ে উঠছিলেন তিনি। শয্যার কাছে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আরিফ চোখের পানি ফেলে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি জানান, তার বিয়ের বয়স ছয় বছর। একই গ্রামের আহমদ আলীর মেয়ে কোহিনুর বেগমকে তিনি বিয়ে করেন। পাঁচ বছর বয়সী একটি পুত্র সন্তান আছে তাদের। আরিফের তেমন অর্থ সম্পদ নেই। খণ্ডকালীন বেবিট্যাক্সি চালিয়ে ও বালির ড্রেজারে কাজ করে সংসার চালাতে হয় তাকে। আরিফের দেওয়া তথ্যমতে, স্ত্রীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। স্ত্রীর কথার বাইরে যেতেন না। কিন্তু সেই স্ত্রী তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, অধিক ভালোবাসার কারণে স্ত্রী তার দুর্বলতার সুযোগ নিয়ে গ্রামের এক পরিচিত যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। পাঁচ-ছয় মাস আগে সেই যুবকের হাত ধরে স্ত্রী কোহিনুর বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু পরে সন্তানের কথা ভেবে আরিফ এলাকাবাসীর সহযোগিতায় স্ত্রীকে আবার সংসারে ফিরিয়ে আনেন। তারপর থেকেই কোহিনুর তার নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। আরিফ স্ত্রীকে নিরাশ করেননি বলেছেন, জমিটি তার মায়ের নামে। ফলে ধৈর্য ধরতে হবে। এরপর উদ্দেশ্য সফল না হওয়ায় কোহিনুর আবার সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে যান। আরিফ জানান, ২৫ জানুয়ারি কোহিনুর সংসারে ফিরবে বলে তাকে কৌশলে বাবার বাড়ি ডেকে নেয়। রাত ১০টার দিকে বাড়ির দরজায় ঢুকতেই পূর্বপরিকল্পনা অনুযায়ী শ্বশুর আহমেদ আলী তাকে জাপটে ধরে। স্ত্রী পাশে দাঁড়ানো। এরপর শ্যালক শাহ আলম তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগা অবস্থায় প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। এক পর্যায়ে তিনি পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারা আরিফকে পুকুর থেকে উঠিয়ে বাড়িতে নেয়। এরপর শরীরের দগ্ধ স্থানগুলো দেখে দেখে লাঠি দিয়ে সেখানে আঘাত করতে থাকে তারা। তিনি জীবন ভিক্ষা চান। তখন তারা বলে, নিজে নিজে আগুন লেগেছে এমন কথা বাইরে বলতে হবে, তবেই মুক্তি পাওয়া সম্ভব। অন্যথায় প্রাণে শেষ করে দেওয়া হবে। পরে বাধ্য হয়ে তিনি তাদের কথা মেনে নেন। এরপর আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মনের কষ্ট লুকিয়ে আরিফ বলেন, সবাই শুধু নারী নির্যাতনই দেখতে পায়। কিন্তু পুরুষ নির্যাতন কারও চোখে পড়ে না। এতদিন সন্তানের কথা ভেবে কোহিনুরের সব অত্যাচার সহ্য করেছি। কিন্তু আর নয়। আরিফের ভাই শাহীন জানান, এ ব্যাপারে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। কারণ, কোহিনুরের বাবা স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থাকেন। পরে আদালতে মামলা করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গজারিয়া থানা পুলিশকে। মামলার সঠিক তদন্ত নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ প্রতিদিন

[ad#bottom]

Leave a Reply