কুয়াশায় ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

আকস্মিক ঘন কুয়াশায় বুধবার সকালে মাওয়া-কাওড়াকান্দি নৌরম্নটে ৬ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ পদ্মায় যাত্রী ও পরিবহন নিয়ে ছয়টি ফেরি নোঙ্গরে থাকতে বাধ্য হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে দেখা দেয় তীব্র যানজট। এতে কয়েক হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। বিআইডবিস্নউটিসির মাওয়া অফিসের মেরিন অফিসার আব্দুল সোবহান জানান, ভোর রাত ৪টার দিকে পদ্মা অববাহিকায় আকস্মিক ঘন কুয়াশা নেমে এলে সকাল ১০টা পর্যনত্ম এ নৌরম্নট বন্ধ হয়ে যায়। এতে ফেরি ছাড়াও সকল প্রকার নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চালকরা বয়া বাতি মার্কার দেখে দিক নির্ণয় করতে না পারায় রো রো ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত, ফেরি রানীক্ষেত, লেন্টিং, যমুনা ও টাপলু যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে আটকে যায়।

[ad#bottom]

Leave a Reply