মুন্সীগঞ্জের আড়িয়ল বিল এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সহিংসতায় নিহত পুলিশ সদস্যের স্ত্রীকে ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিহত এসআই মতিউর রহমানের স্ত্রী রুবিনা বেগমের হাতে বৃহস্পতিবার তার কার্যালয়ে এক অনুষ্ঠানে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এবং মতিউর রহমানের দুই সন্তান উপস্থিত ছিলেন।
বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ করেন স্থানীয়রা। সেসময় সংঘর্ষে আহত এসআই মতিউর ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে মারা যান।
[ad#bottom]
Leave a Reply