মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। এ সময় প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার উপর গুরুত্ব দিয়ে দেশ ও জাতিকে আরো উন্নত করতে হবে। সকলকে যার যার স্থান থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান, জেলা শিক্ষা অফিসার আজিজুল হক, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম, গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী প্রমুখ।
[ad#bottom]
Leave a Reply