আড়িয়ল বিল এলাকায় পূর্ত প্রতিমন্ত্রীর প্রতিনিধি দল
মো. নুরুল্লাহ খান, দোহার থেকে: গত ৩১ জানুয়ারি ঢাকা-মাওয়া মহাসড়কে সহিংসতার ঘটনার পর প্রায় ২১ হাজার মানুষের নামে দায়ের করা মামলার কারণে গ্রেপ্তার আতঙ্কে আড়িয়ল বিল এলাকার রাস্তাঘাটগুলোতে প্রায় দুই সপ্তাহ ধরে গাছ ফেলে বা ব্রিজের পাটাতন খুলে অবরোধ করে রাখা হয়েছে। হাঁসাড়া-বাড়ৈখালী-নবাবগঞ্জ সড়কে বন্ধ রয়েছে সবধরনের যান চলাচল। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরকার সরে গেলেও মামলার কারণে গ্রেপ্তার আতঙ্কে স্বাভাবিক হয়নি বিল সংশ্লিষ্ট এলাকাগুলো। এ পরিস্থিতে শুক্রবার স্থানীয় সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাড. আব্দুল মান্নান খানের একটি প্রতিনিধি দল আড়িয়ল বিল এলাকায় যান। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি আড়িয়ল বিলের চূড়াইন, মুন্সীনগর, কামারখোলাসহ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের কথা বলেন। কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে তারা গ্রামবাসীকে আশ্বস্ত করেন। এসময় তারা আড়িয়ল বিল রক্ষা কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকশেষে বিল রক্ষা কমিটির নেতারা প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করেন অচিরেই রাস্তার ব্যারিকেড তুলে নেয়া হবে এবং সব ধরনের দোকানপাট খোলাসহ যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, চূড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মোড়লসহ আড়িয়ল বিল রক্ষা কমিটির সদস্যরা।
প্রতিনিধি দলের নেতা আব্দুল বাতেন বলেন, দু-একদিনের মধ্যেই রাস্তার ব্যারিকেড তুলে নেবে বিল এলাকার মানুষজন। রাস্তাগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হলে বিল এলাকায় প্রাণ ফিরে আসবে। তাদের আশ্বস্ত করা হয়েছে কাউকে আর গ্রেপ্তার করা হবে না।
[ad#bottom]
Leave a Reply