মুন্সীগঞ্জে আ’লীগে সংঘর্ষ: ৪শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪শ আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে এস আই ওবায়দুল হক বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এস আই ওবায়দুল হক জানান, শনিবার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তাজা ৭টি ককটেল বোমা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের ৬টি গ্রামে আ’লীগের দুই গ্রুপের মধ্যে ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপ ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ককটেল বোমা নিক্ষেপ করা হয়।

[ad#bottom]

Leave a Reply