মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন দাম নিয়ে হতাশ কৃষক

মুন্সিগঞ্জের গজারিয়া, টঙ্গীবাড়ি, সদর, সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং—এ ৬টি উপজেলার হাটবাজারে নতুন আলুর দাম বিনালা ৩ টাকা কেজি, ডায়মন্ড ৫ টাকা কেজি; কিন্তু উত্পাদন খরচ ৬-৭ টাকা। জেলা কৃষি অধিদফতর থেকে জানা গেছে, দেশের শতকরা ৯০% ভাগ আলু উত্পাদন হয় মুন্সীগঞ্জের ৬টি উপজেলায়। এবার আলুর আবাদ হয়েছে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এ অঞ্চলের কৃষকরা অন্য অঞ্জলের তুলনায় কীটনাশক ব্যবহার করে বেশি সে কারণে তাদের উত্পাদন খরচ বেশি পড়ে। উপজেলার বাউশিয়া গ্রামের কৃষক সাহাবুদ্দিন জানান, মার্চ মাসে আলু তোলা হবে। আলুর ফলন এবার ভালো হবে। গতবারের চেয়ে এবার আলু চাষের আবহাওয়া ভালো থাকায় কীটনাশক কম লেগেছে। কিন্তু আলুর দাম পাওয়া যাবে না। এবারও লোকসান গুনতে হবে মোটা অঙ্কের।

শিলমন্দি এলাকার কৃষক মো. আলমগীর হোসেন জানান, তিনি এ বছর ৩ কানি জমিতে আলু চাষ করেছেন। প্রতি কানিতে তার সর্বসাকল্যে চাষ, বীজ, সার, কীটনাশক, পানি, লেবার খরচসহ ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে ৭ টাকা করে বিক্রি করতে পারলেও ৪শ’ মণ আলুর বিক্রয়মূল্য আসবে ১ লাখ ১২ হাজার টাকা। এতে তার লোকসানের পরিমাণ হবে ১৩ হাজার টাকা।

প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বরে আগাম আলু মুন্সিগঞ্জের বাজারগুলোতে বিক্রি হতে দেখা যেত। অর্থনৈতিক দৈন্য থাকায় দরিদ্র কৃষকরা মহাজনদের কাছ থেকে চড়া সুদে এবার লগ্নি নিয়েছে। এতে করে ১ লাখ টাকায় ৭০ হাজার টাকা মহাজনদের সুদ দিতে হচ্ছে। যারা শুরুতেই আলু আবাদ করেছে তারা এখন আলুকে রোগমুক্ত রাখার জন্য কীটনাশক দিয়ে ভালো উত্পাদনের আশায় আছে। কিন্তু আলুর দাম শুনে তাদের মাথায় হাত দিয়ে চোখের পানি ফেলা ছাড়া উপায় দেখছে না।

কৃষি অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। এতে উত্পাদনের পরিমাণ হেক্টরপ্রতি ৩০.৫৮ মেট্রিক টন। এ বছর আলু চাষ হয়েছে প্রায় ৩৭ হাজার হেক্টরে। সূত্র মতে, এতে উত্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে হেক্টরপ্রতি ৩০/৩৫ মেট্রিক টন।

দক্ষিণ চরমুশুরা গ্রামের কৃষক আবু সালেহ বলেন, আমার ১১ কানি জমিতে এ পর্যন্ত খরচ পড়েছে ১৮ লাখ টাকা। গত বছর একই জমিতে খরচ হয়েছিল ১১-১২ লাখ টাকা। বাগেশ্বর গ্রামের চাষী মো. মিজানুর রহমান জানান, এ বছর বাক্স আলু বীজ ক্রয়ে কৃষকদের অপারগতা, হিমাগারে নিম্নমানের গ্যাস ব্যবহারে বীজ আলু নষ্ট হয়ে যাওয়া, কীটনাশকের গুণগত মান কমে যাওয়া—এসব ব্যাপারে সূত্রে জানা যায়, বিএডিসি চাহিদার ১০%, স্থানীয় ব্লকের মাধ্যমে ২০%, বাইরের বাক্স ৫% এবং বাকি ৬৫% বীজ আলু সরবরাহ করতে হয় স্থানীয় কোল্ড স্টোরেজ থেকে। কৃষকরা জানায়, শতকরা ৯০ ভাগ আলুবীজ মুন্সিগঞ্জে প্রয়োজন। কিন্তু এ জেলায় বিএডিসির কোনো হিমাগার এবং আলুবীজ উত্পাদনের কোনো প্রজেক্ট নেই। এ কারণে চাহিদার তুলনায় অপর্যাপ্ত বরাদ্দ হওয়ায় মুন্সিগঞ্জের আলুচাষীরা প্রতিবছরই বিড়ম্বনার মধ্যে পড়ে থাকে। এতে এ বছর আলুর ফলন ভালো হলেও কৃষকরা হতাশায় দিন গুনছে। চোখের পানিতে ভাসছে কৃষকরা। এতো আলু কি করবে! কোটি কোটি টাকা লোকসান দিতে হবে জেনে কৃষকরা চোখের পানি ফেলছে।

[ad#bottom]

Leave a Reply