মুন্সীগঞ্জে নবজাতকের মৃত্যু নিয়ে তুলকালাম কাণ্ড

মুন্সীগঞ্জে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে জেলা মা ও শিশুকল্যাণ কেন্দ্রে। আজ শুক্রবার সকালে নবজাতকের মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে স্বামী ও স্ত্রীর পরিবার। জানা যায়, বৃহস্পতিবার রাতে ইতিকে গর্ভবতী অবস্থায় মুন্সীগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে নবজাতক শিশুর জন্ম হলে অক্সিজেনের অভাবে সে মারা যায়। কিন্তু ইতির পরিবার অভিযোগ করে, ইতির শ্বশুরবাড়িতে মানুসিক নির্যাতন ও ভালভাবে দেখভাল না করায় পুষ্টির অভাবে নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এমনকি সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার রাতে ইতিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করিয়ে স্বামী মফিজুল ও তার পরিবারকে খবর দিলে তারা কেউ সেখানে যায়নি। অপরদিকে মফিজুলের পরিবারের অভিযোগ করছে, ইতির পরিবারের লোকজন চিকিৎসকদের সাথে যোগসাজশ করে নবজাতককে মেরে ফেলেছে।

এ ব্যাপারে সদর থানার এসআই খালিদ হোসেন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

[ad#bottom]

Leave a Reply