মামলার হাজিরা দিতে গিয়ে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী ও আদালতপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে চরাঞ্চলের মোলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে মামলার বাদীসহ ৮ জন আহত হয়েছে। জেলা আ’লীগের সহ-সভাপতি শাহ আলম মালিক গ্রুপের মামলার বাদী সুমন মিয়া ও সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোস্তফা মোল্লা গ্রুপের আসামি হেলালউদ্দিন মেমম্বারের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, মোলাকান্দি ইউনিয়নের কংশপুরা গ্রামের ২০০৯ সালে দায়েরকৃত একটি মামলায় আসামি হেলাল মেম্বারসহ প্রায় ২৫ জন বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যায়। দুপর ১২টার দিকে আদালত প্রাঙ্গণের সামনের সড়কে আসামি ও বাদী পক্ষের আ’লীগের ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষের জের কাটতে না কাটতেই আধা ঘণ্টা পর শহরের পুরাতন কাচারী এলাকার বালু মাঠে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। মামলার বাদী সুমন মিয়া ও আসামি হেলাল মেম্বারসহ আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত সুমন মিয়া বিকেলে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
[ad#bottom]
Leave a Reply