মুন্সীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রবিন (২৭) বৃহস্পতিবার ভোরে পালিয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশে পৌনে এক ঘণ্টা চিরনী অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে টয়লেটের কথা বলে হ্যান্ডকাপ খোলার পরই পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এদিকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সদর থানার পুলিশ কনস্টেবল মহর আলী ও শফিকুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে শহরতলীর নয়াগাঁও গ্রামে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় দু’দারোগাকে কুপিয়ে সে মারাত্নক জখম করে। জখমকৃত এসআই ওবায়েত ও এএসআই নিজামকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হওয়া সত্ত্বেও পুলিশ দুর্ধষ রবিনকে আটকে রাখতে সমর্থ হয়। এই সময় তার কাছ থেকে একটি সেভেন গিয়ার ছোরা ও একটি সাধারণ ছোরা উদ্ধার করা হয়। সে নয়াগাঁও গ্রামের খাজা মিয়ার পুত্র।

সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এই ওমর হত্যা মামলায় রবিন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। এই সময় নানা অপকর্ম করে বেড়াতো। তার বিরুদ্ধে ডাকাতিসহ সদর থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশনিউজ২৪x৭.কম

[ad#bottom]

Leave a Reply