মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভা

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের দলীয় কার্যালয়ে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই। জেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. নাজিমউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়েদুল্লাহ পিন্টু, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আতোয়ার হোসেন বাবুল। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে তা আরো জোরদার করার আহ্বান জানান।

[ad#bottom]

Leave a Reply