শিগগিরই শুরু হচ্ছে ৪টি স্যাটেলাইট সিটির কাজ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, রাজধানীর আবাসন সমস্যা নিরসনকল্পে ঢাকার চারপাশে ৪টি স্যাটেলাইট শহর গড়ে তোলার কাজ শিগগির শুরু হবে। সাভারে একটি শহরের জন্য প্রাথমিকভাবে স্থান নির্বাচন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আসমা জেরিন ঝুমুর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং জনগণকে সম্পৃক্ত করে তাদের মতামতের ভিত্তিতে সরকার পর্যায়ক্রমে স্যাটেলাইট টাউন বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবে। এ ক্ষেত্রে সরকারের প্রচলিত নীতিমালার ভিত্তিতে জমি অধিগ্রহণ করা হবে। তিনি জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা শহরের আশপাশে আরো ৩টি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা আছে। সেগুলো হচ্ছে- ইছামতি স্যাটেলাইট সিটি, সিরাজদিখান, মুন্সীগঞ্জ, ধলেশ্বরী-সিংগাইর স্যাটেলাইট সিটি, মানিকগঞ্জ ও বংশী-ধামরাই স্যাটেলাইট সিটি, ঢাকা। ওই ৩টি স্যাটেলাইট শহরের কাজও শিগগিরই শুরু করার পরিকল্পনা সরকারের রয়েছে।

[ad#bottom]

Leave a Reply