লিবিয়া প্রবাসী মুন্সীগঞ্জের এমজি মোস্তফা জানালেন বাংলাদেশিদের সহায়তায় কেউই এগিয়ে আসছে না

লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে অবস্থান নেয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দেশের নাগরিকদের সর্বস্ব লুটে নিচ্ছে লিবিয়ান নাগরিকরা। ভয়ে বিভিন্ন ক্যাম্পে অবস্থান নেয়া অসহায় এসব প্রবাসীর সহায়তায় কেউই এগিয়ে আসে না। লিবিয়াজুড়ে এখন আতঙ্ক আর আতঙ্ক। এর মধ্যে বাংলাদেশিরা রয়েছে চরম অবহেলায়। কথাগুলো জানালেন লিবিয়া প্রবাসী বাংলাদেশি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের শ্যামসিদ্ধি গ্রামের বাসিন্দা এমজি মোস্তফা। তিনি জানান, লিবিয়ার সিরাত এলাকার হাবাতাশ ইব্রাহীম মাজরার একটি ক্যাম্পে ১৬৯ জন বাংলাদেশি রয়েছেন। তারা সেখানে কৃষিকাজ করতেন। লিবিয়ার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় মালিক তাদের সবাইকে এ ক্যাম্পে রেখেছে। খাবার দাবার এখনো মালিকপক্ষ বহন করলেও তারা রয়েছেন উৎকণ্ঠায়। গতকাল শনিবার মুঠোফোনে এ প্রতিবেদকের সঙ্গে তারা আলাপকালে কথাগুলো বলেন।

এমজি মোস্তফা আরো জানান, লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে কেউ কারো সহায়তায় এগিয়ে আসছে না। তিনি বলেন, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এদেশের নাগরিকদের সেবা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে দুর্ভোগের শিকার বাংলাদেশিরা কারো কাছেই চাহিদামতো সহায়তা পাচ্ছে না।

[ad#bottom]

Leave a Reply