মুন্সীগঞ্জে ধর্মীয় লেবাসে লৌহজংয়ে বৃদ্ধা উষা রানী দাসের কাছ থেকে ৭০ হাজার টাকা লুটে নিয়েছে প্রতারকরা । এ ঘটনায় উষা রানী দাসের ছেলে লৌহজং কলেজের অধ্যৰ কেশব চন্দ্র দাস রবিবার দুপুরে লৌহজং থানায় জিডি করেছেন। পুলিশ জানায়, শনিবার দুপুর ১টায় লৌহজং কলেজের অধ্যৰর বাড়িতে হিন্দু ধর্মীয় গুরম্ন লোকনাথ ঠাকুরের বেশে দু’জন লোক আসে। এসময় বাড়িতে তাঁর বৃদ্ধমা উষা রানী দাস ছাড়া কেউ ছিল না। একা পেয়ে বৃদ্ধা উষা রানী দাসকে লোকনাথ বেশধারী ব্যক্তিদ্বয় ধর্মের নামে প্রভাবিত করে বিভিন্ন কাহিনী শুনাতে থাকে । এক পর্যায়ে তাঁকে প্রতারকরা বড়লোক হবার স্বপ্ন দেখান। এক টাকায় রাতের মধ্যেই দশগুণ টাকা তৈরি হয়ে যাবার কথা বলেন। এসব কথায় প্রলুব্ধ উষা রানী বিভিন্ন সময় ছেলেদের কাছ থেকে পাওয়া হাত খরচের জমানো ৭০ হাজার টাকা বের করে লোকনাথবেশী দু’জনকে দেয়। ৭০ হাজার টাকা একটি গামছায় বেঁধে উষা রানীর নিকট গামছাটি দিয়ে বলে এটির বাঁধন রাত না পেরম্নলে খোলা যাবে না ।
ভোর হলেই দেখবি তোর টাকা ১০ গুণ হয়ে গেছে। ভোর হবার আগে গামছার বাঁধন খোললে তোর অমঙ্গল হবে। টাকা দ্বিগুণ হবার আশায় উষা রানী ঘটনাটি ছেলেদের বলেনি। রবিবার সকালে গামছার বাঁধন খুলে উষা রানী দেখতে পায় তাতে কিছু মাটির খ- বাঁধা ছিল।
[ad#bottom]
Leave a Reply