টঙ্গীবাড়ীতে তাফসীরুল কোরআন মাহফিলে প্রশাসনের বাধাঁ

উপজেলার আড়িয়ল বাজার অবস্থিত আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের উদ্দ্যোগে ৭ম বাৎসরিক তাফসীরুর কোরআন মাহফিল হতে দেয়নি উপজেলা প্রশাসন। ৩১ মার্চ, এবং ১লা এপ্রিল হওয়ার কথা ছিল উপজেলার জনপ্রিয় কোরআনের আলোচনা অনুষ্ঠান। তাফসীর মাহফিল না হওয়ায় হাজার হাজার কোরআন প্রেমিক হতাশা প্রকাশ করেন। ঘটনার বিবরনে জানাযায় প্রতি বছর উক্ত প্রতিষ্ঠানটি ধারাবাহিক ভাবে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও ছাত্র/ছাত্রীর মেধাবৃত্তির পুরুস্কার বিতরন করে আসছিল। আকসিক ভাবে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউ এন ও যথাক্রমে ফোন করে কতৃপক্ষকে তাফসীরুল কোরআন মাহফিল না করার জন্য অনুরোধ জানায়। এর কারন সর্ম্পকে জানতে চাওয়া হলে উপরের নির্দেশ আছে বলে তারা অসহায়ত্ব প্রকাশ করে। খোজ নিয়ে জানা যায় বর্তমান সরকারের স্থানীয় নেতারা তাফসীর মাহফিল না করার ব্যাপারে বাধঁ সাদে। স্কুলের সভাপতি হাফেজ ইয়াসীন শিকদার আওয়ামীলীগের নেতাদের কাছে গিয়েও তাদের মন গলাতে পারেনি। কোরআনের সুম্হান বাণী না সুনতে পারায় শ্রোতারা হতাশ ও সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, এখানে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক মুফাচ্ছির এখানে তাফসীর পেশ করেন।

মোজাফফর হোসেন
টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ

[ad#bottom]

Leave a Reply