একদিকে চলছে দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ, অন্যদিকে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনায় চলছে অবাধে জাটকা নিধন। জেলার ৬টি উপজেলার বিভিন্ন পয়েন্টে জাটকা নিধনে ২ শতাধিক জেলে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে শ্রীনগর উপজেলার ৫টি পয়েন্টে পদ্মা নদীতে সদরের চরাঞ্চলের আধারা এবং বাংলা বাজারের আরো ৩টি পয়েন্টে জাটকা নিধন হচ্ছে প্রতিদিনই।
পদ্মা নদী তীরবর্তী বাসিন্দারা জানান, মৎস কর্মকর্তারা নিয়মিত খোঁজখবর না রাখার সুযোগে এক শ্রেণীর অসাধু জেলেরা জাটকা নিধন করে চলেছে। এছাড়া শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, চারিপাড়া, বাঘরা, কবুতর খোলা ও কামারগাঁও পয়েন্টে পদ্মায় জাটকা নিধনের মহোৎসব চলছে। এসব পয়েন্টে দেড়শতাধিক জেলের জালে প্রতিদিন জাটকা ধরা পড়ছে। এছাড়া অর্ধশতাধিক জেলে সদরের বাংলাবাজার ও আধারার মেঘনায় জাটকা নিধনে সক্রিয় রয়েছে। এছাড়া মেঘনা নদীর কালীরচর, চরআব্দুল্লাহ ও বাংলাবাজার চর পয়েন্টে জেলেদের ইলিশের জালে প্রচুর জাটকা ধরা হচ্ছে বলে তারা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধলেশ্বরী-শীতলক্ষা মোহনায় একটি ট্রলার থেকে আজ বুধবার ৩০ মণ, মঙ্গলবার ভোরে ধলেশ্বরী নদীর কাঠপট্রি এলাকায় কোস্টগার্ড যাত্রীবাহী লঞ্চ থেকে ৩৫ মণ এবং একই স্থান থেকে কয়েক দিন আগে আরো ৫০ মণ জাটকা আটক করা হয়। এছাড়া লৌহজংয়ের মাওয়া ফেরিঘাট এলাকা থেকে সমপ্রতি ৩৫ কেজি জাটকা আটক করা হয়েছে। অন্যদিকে সদরের বাগেস্বর বাজার ও কাটাখালী বাজার থেকে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি জাটক আটক করে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমকে লাঞ্ছিত ও এক কর্মচারীকে মারধর করে আটককৃত জাটকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পৃথক অভিযানে ওই জাটকা আটক করা হলেও নিধনের ও বাজারজাত করণের সঙ্গে জড়িত কাউকেই গ্রেফতার করা হয়নি।
মুন্সীগঞ্জ মৎস্য অফিস সূত্র জানায়, বর্তমানে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এছাড়া জাটকা নিধন সপ্তাহ উপলক্ষে মাইকিং করেও সচেতন করার চেষ্টা চলছে। শ্রীনগর উপজেলা মৎস কর্মকর্তা আলেকুজ্জামান বলেন, জাটকা নিধনে তারা বেশ তৎপর রয়েছে। পদ্মা নদীতে যে সব জেলেরা মাছ ধরে তাদের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি।
[ad#bottom]
Leave a Reply