রহস্যজট ৬০
আলম শাইন
প্রায় এক যুগ বাদে চট্টগ্রামে বেড়াতে এসেছি। এখনকার চট্টগ্রাম আমার অনেকটাই অচেনা। কদিন বেড়িয়ে আবার চেনার চেষ্টা করব প্রিয় এ জায়গাটাকে, এমনটিই ভাবছিলাম। কিন্তু সব গুড়ে বালি। হঠাৎই হেড অফিসের ফোন। গোয়েন্দা বিভাগের চিফ ইন্সপেক্টর সোহেল আরমান ফোন করেছেন। কল রিসিভ করতেই বেশ উত্তেজিত কণ্ঠে বললেন, ‘ইন্সপেক্টর ফুটন পাটওয়ারী আপনি নিশ্চয় চট্টগ্রাম পেঁৗছেছেন?’
_হ্যাঁ স্যার, এই মাত্র বাস থেকে নেমে হোটেলের পথে রওনা হয়েছিলাম।
দুঃখিত, এখনই হোটেলে ওঠা হচ্ছে না আপনার। যত দ্রুত সম্ভব চট্টগ্রাম রেলস্টেশনে চলে যান।
_কেন, কী হয়েছে স্যার?
_সর্বনাশ হয়ে গেছে। চট্টগ্রামগামী বুলেট এঙ্প্রেসে বোমা ফাটিয়েছে দুষ্কৃতকারীরা। ঢাকা থেকে একদল শিল্পী কনসার্টে গান গাওয়ার জন্য ওই ট্রেনের রিজার্ভেশনে করে যাচ্ছিলেন। বোমাটা ছোড়া হয়েছে তাঁদের উদ্দেশ্যেই। পুরো টিমের সবাই নাকি মারা গেছেন। তবে আমাদের সুবিধাটা হচ্ছে, ওই ট্রেনের রিজার্ভেশন কেবিন থেকে এখনো কাউকে বের হতে দেওয়া হয়নি। প্লিজ, আপনি স্টেশনে চলে যান। ইতিমধ্যে পুলিশের একটা দল পেঁৗছে গেছেন সেখানে। ওরা আপনার অপেক্ষায় আছে। ট্রেনটা এখনই স্টেশনে এসে পেঁৗছাবে।
বসের আদেশ শুনে মনটা বিষিয়ে উঠল। বেড়াতে এসেছি, এখানেও গোয়েন্দাগিরি করতে হবে। আসলে গোয়েন্দা বিভাগের চাকরিটাই এমন। ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই এখানে। তাই বাধ্য হয়ে কাঁধের ব্যাগ কাঁধে রেখেই হন্তদন্ত হয়ে ছুটলাম রেলস্টেশনের দিকে। স্টেশনে পেঁৗছাতেই দেখতে পেলাম, পুরো এলাকাটা ঘিরে ফেলেছে পুলিশ। পরিচয় দিতেই স্থানীয় থানার দারোগা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। বললেন, ‘স্যার, আপনি স্টেশন মাস্টারের কামরায় গিয়ে বিশ্রাম নিন, ট্রেন এলে আপনাকে খবর পাঠাব।’
‘বিশ্রামের প্রয়োজন নেই। আমি আপনাদের সঙ্গেই আছি। তবে একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না। ট্রেনটার যাত্রীদের হাসপাতালে না পাঠিয়ে ওটাকে সরাসরি এখানে নিয়ে আসা হচ্ছে কেন?’
‘আসলে দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের কাছেই। তারপর আবার যাত্রীরা সবাই স্পট ডেড। কাজেই তদন্তের স্বার্থে ট্রেনটাকেই সব প্রমাণ সমেত চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। তা ছাড়া পথে দেরি করলে অপরাধী পালিয়ে যাওয়ার একটা আশঙ্কাও ছিল।’
এ সময়ই ট্রেনের হুইসেল কানে এল। প্রস্তুত হয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেলাম সবাই। বলা যায় না দুষ্কৃতকারী এখানে পেঁৗছেও কিছু একটা ঘটাতে পারে। বিশেষ করে পালিয়ে যেতে যেকোনো কাজ করা তাদের পক্ষে সম্ভব।
স্টেশনে ট্রেন থামতেই ৯ নম্বর বগির দুই পাশের দরজার সামনে অবস্থান নিল পুলিশ। বোমাটা ফেটেছে ৯ নম্বর বগিতেই। এই বগির সাতটি রিজার্ভেশন কেবিন। আজ যাত্রীও খুব বেশি ছিল না। একেবারেই হাতেগোনা কয়েকজন। দারোগাকে বললাম, ‘আপনি আমার সঙ্গে থাকুন। আমি প্রতিটি কামরায় ঢুকে যাত্রীদের সঙ্গে কথা বলব।’ কামরার বয়কেও থাকতে নির্দেশ দিলাম।
বগির ভেতর ঢুকে প্রথমে গেলাম ৫ নম্বর কেবিনের কাছে। যেখানে বোমাটা ফেটেছে। কী বীভৎস কাণ্ড! কেবিনের ভেতর ছিলেন চারজন। চেহারাই চেনা যাচ্ছে না কারো কারো। কেবিনের ভেতরটাও পুড়ে গেছে। ভাগ্য ভালো, পুরো বগিতে আগুন ধরেনি। সম্ভবত বোমাটা খুব শক্তিশালী ছিল না। সামান্য পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হলাম যে অপরাধী বগির ভেতর থেকেই বোমাটা ছুড়ে ঝট করে দরজা টেনে দিয়েছে। ফলে কামরার ভেতরই বোমাটা ফাটে।
পুরো কামরাটা ঘুরে-ফিরে দেখলাম একবার। এক থেকে সাত পর্যন্ত পাশাপাশি সাতটি কামরা। একটা কামরা থেকে আরেকটা দেখা যায় না। এবার যাত্রীদের জেরার পালা। যাত্রীদের মধ্যেই যে বোমা হামলাকারী আছে, এটা মোটামুটি নিশ্চিত। কারণ যত দূর জানা যায়, কেউ বের হতে পারেনি এখান থেকে। প্রথমে রেকি করে নিলাম প্রতিটি কেবিন। ৫ নম্বর বাদে ছয়টি কেবিন রয়েছে এ বগিতে। একটি কেবিন যাত্রীশূন্য। বাদ বাকি পাঁচটি কেবিনে পাঁচজন যাত্রীই আছে। অর্থাৎ প্রতিটি কামরায় একজন করে। সে হিসাবে আমাকে জেরা করতে হবে পাঁচজন যাত্রী এবং একজন কেবিনবয়_এই ছয়জনকে।
দারোগাকে বললাম, কেবিনবয়কে দিয়ে শুরু করতে চাই। তারপর একে একে অন্যদের জিজ্ঞাসাবাদ করব।
আমার আপত্তি নেই স্যার।
তাহলে বয়কে ৪ নম্বর কেবিনে পাঠিয়ে দিন। ওটাতে যাত্রী নেই। ওখানেই জেরা হবে সবার।
৪ নম্বর কেবিনে ঢুকল কেবিনবয়। রীতিমতো কাঁপছে। ওর কাঁধে হাত রেখে বললাম, ‘তোমার কোনো সমস্যা হবে না। এখন যা জিজ্ঞেস করি তার ঠিক ঠিক জবাব দাও।’
ঘাড় নেড়ে কেবিনবয় বলল, ‘জি স্যার।’
‘নাম কি তোমার?’
‘হাশেম আলী।’
‘আজকের ঘটনা সম্পর্কে কী জান তুমি? কাউকে সন্দেহ হয়?’
‘স্যার, বোমাটা ফাটার আগে ২ নম্বর কেবিনের লোকটাকে তিন-চারবার ৫ নম্বর কেবিনে উঁকি দিতে দেখেছি। আমাকে দেখে সরে গিয়েছে।’
‘সত্যিই!’
‘হ্যাঁ স্যার, সত্যি বলছি। কম বয়সী দাঁড়িওয়ালা লোকটি ২ নম্বর কেবিনের যাত্রী।’
‘আর কিছু বলতে পারবে?’
‘না, স্যার, আর কিছুই জানি না আমি। বোমা ফাটার পর ওখানে গিয়ে যা দেখেছি তা তো আপনিও দেখেছেন।’
‘তুমি যাও।’
দারোগা সাহেব এবার নিয়ে এলেন ১ নম্বর কেবিনের যাত্রীকে।
‘আপনার নাম?’
‘মমিন উল্লাহ।’
‘আপনি কী করেন? মানে আপনার পেশাটা কী?’
‘এঙ্পোর্ট-ইমপোর্টের ব্যবসা করি। নিজের গাড়িটা নষ্ট হওয়ায় ওটাকে ঢাকায় রেখে ট্রেনে উঠেছিলাম। তখন কি জানতাম কপালে এই আছে! তবু ভাগ্য ভালো বোমাটা আমার ওপর পড়েনি।’
‘আপনি ঘটনার সময় কিংবা এর আগে-পরে কি করেছিলেন?’
‘শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই ট্রেনে ঢুকে দরজা লাগিয়ে ঝিমুতে থাকি।’
‘বের হননি একবারও?’
‘এক সেকেন্ডের জন্যও না।’
‘বোমা ফাটার পর কি ওদিকে গিয়েছিলেন?’
‘সঙ্গে সঙ্গে যাইনি। কয়েক মিনিট পর গিয়েছি।
কী দেখেছেন গিয়ে?’
‘ওফ কী বীভৎস দৃশ্য! আমার প্রেশার হাই হয়ে গেছে। এখনো অসুস্থবোধ করছি।’
‘কাউকে সন্দেহ হয়?’
‘একবার মোচ অলা লোকটাকে দেখলাম শিল্পীদের কেবিনে ঢুকতে। তবে বোমা মেরে থাকলেও তখন মারেনি।’
‘ঠিক আছে আপনি এখন যেতে পারেন।’
দারোগা সাহেব দুই নম্বর কেবিনের দাড়িওয়ালা লোকটাকে নিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, আপনার নাম কী? কী করেন?
‘আমার নাম আবদুর রহমান। একটা মাদ্রাসায় পড়ছি।’
‘৫ নম্বর কেবিনে উঁকিঝুঁকি মেরেছেন কেন?’
প্রশ্নটা করতে হকচকিয়ে উঠল। আমতা আমতা করে কী যেন বলল। বুঝা গেল না। সে বারবার এদিক-ওদিক তাকাচ্ছে। মনে হচ্ছে, দৌড়ে পালাতে পারলেই বুঝি বাঁচে। ধমকে উঠলাম, ‘প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন?’
‘বাথরুমে গিয়েছি। ভেতরে লোক থাকায় বারবার ফেরত এসেছি। আর আসা-যাওয়ার পথে ৫ নম্বর কেবিনের দিকে চোখ পড়েছে।’ দারোগা সাহেবকে ডেকে বললাম, ‘এবার তিন নম্বর কেবিনের যাত্রীকে নিয়ে আসুন।’
খোঁচাখোঁচা দাঁড়ি, কাঁধে ব্যাগ এক যুবক আমার সামনে এসে দাঁড়ালেন।
‘আপনার নাম?’
‘আবির।’
‘চমৎকার নাম। তা করছেনটা কী?’
‘আর্ট কলেজে পড়ছি।’
‘তার মানে ছবি আঁকেন?’
‘ঠিক ধরেছেন।’
‘আচ্ছা, ট্রেনে যখন বোমাটা ফেটেছে, তখন কোথায় ছিলেন?’
‘আমি তখন এক মনে একটা ছবি আঁকছিলাম।’
‘কিসের ছবি এঁকেছেন, দেখাবেন প্লিজ।’
যুবক তাঁর কাঁধের ব্যাগ থেকে একটা স্কেচ বের করে দেখালেন। শিবরাম চক্রবর্তীর স্কেচ। চমৎকার এঁকেছে তাতে সন্দেহ নেই। একেবারেই নিখুঁতভাবে এঁকেছেন। বললাম, ‘আপনি তো চমৎকার ছবি আঁকেন। ট্রেনে বসেই এঁকেছেন? স্কেচটি কিন্তু আমার পছন্দ হয়েছে। কোনো খুঁত নেই এতে।’
‘হ্যাঁ। আপনি চাইলে নিতে পারেন।’
‘ধন্যবাদ, দরকার হলে বলব। এখন আপনি যেতে পারেন।’
আবির বিদায় নিতেই আমার সামনে এলেন ৬ নম্বর কেবিনের যাত্রী। মধ্যবয়সী, পাকানো মোচের লোকটি এসে প্রথমে হাত মেলালেন আমার সঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও কাজটি করতে হলো।
‘আপনার নাম?’
‘মোবারক হোসেন’
‘কী করেন?’
‘পেশায় ডাক্তার।’
‘কোথায় আছেন?’
‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আছি। ঢাকা থেকে বদলি হয়ে গত সপ্তাহে এসেছি। শখ করে ট্রেনে চেপে কী ঝামেলায়ই না পড়েছি।’
‘আচ্ছা ডাক্তার সাহেব, বোমাটা যখন ফেটেছে তখন আপনি কোথায় ছিলেন?’
‘আমার কেবিনেই ছিলাম। খবরের কাগজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। বিকট শব্দটা শুনে ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে বেরিয়েই দেখলাম এই রক্তারক্তি কাণ্ড।’
‘আপনি তো ইচ্ছা করলে নিহতদের প্রাথমিক চিকিৎসা দিতে পারতেন। সেই চেষ্টা করেছেন কি?’
‘প্রাথমিক চিকিৎসা কি দেব, তারা চারজনই স্পট ডেড।’
‘ধন্যবাদ। আপনি কেবিনে গিয়ে বসুন।’
সবশেষে এলেন ৭ নম্বর কেবিনের যাত্রী। প্রথমে নাম জানতে চাইলাম। বললেন, ‘মঞ্জুরুল ইসলাম।’
‘কী করেন?’
‘ব্যবসা করি।’
‘কোথায়, কিসের ব্যবসা করেন?’
‘রিয়াজউদ্দিন মার্কেটে প্যান্টের দোকান আছে। এবার ঢাকা থেকে কিছু আনকমন মাল এনেছি।’
‘চলুন আপনার মালামালগুলো একটু দেখি।’
মঞ্জুরুল ইসলাম তাঁর কেবিনে নিয়ে গেলেন আমাকে। গিয়ে দেখি বড়সড় একটা প্যান্টের প্যাকেট। তাঁকে আর বিরক্ত না করে বললাম, ‘আপনি এখন কেবিনে থাকুন। আমি না বলা পর্যন্ত বের হবেন না।’
দারোগা সাহেবের দিকে তাকিয়ে বললাম, ‘দারোগা সাহেব, একজন বড় একটা মিথ্যা কথা বলেছে। আমার ধারণা কাজটা তারই।’
পাঠক ফুটন পাটওয়ারীর জেরার মুখে মিথ্যা কথা বলা সেই লোকটিই স্বীকার করে, সে-ই বোমা ছুড়েছিল। আপনি বলুন দেখি সে কে?
উত্তর আমাদের হাতে এসে পেঁৗছাতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লটারি বিজয়ী পাবেন যথাক্রমে ১০০০, ৫০০ ও ২০০ টাকার প্রাইজ বন্ড।
উত্তর পাঠানোর ঠিকানা : রহস্যজট ৬০, মগজ ধোলাই, কালের কণ্ঠ, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আ/এ, বারিধারা,
ঢাকা-১২২৯।
Leave a Reply