মেঘনা-গোমতী সেতুর বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা-গোমতী সেতুর উত্তরে বিস্তীর্ণ কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। গত ১৫ দিন ধরে উপজেলার বাউশিয়া এলাকায় ভাঙন দেখা দিলেও আজ শুক্রবার ভোরে ভূমি ধসের মতো বিশাল এলাকা নদীতে বিলীন হয়। এতে বেক্সিমকো কোম্পানিরও প্রায় ২৫ বিঘা জমি নদীতে বিলীন হয়েছে।

গ্রামবাসী জানায়, মেঘনা নদীর মনাই কান্দি বালু মহালের সীমানা অতিক্রম করে ইজারাদার প্রতিষ্ঠান শাহ শের আলী এন্টারপ্রাইজ গজারিয়া উপজেলার মেঘনা-গোমতী সেতু এলাকায় বালু উত্তোলন করে আসছিল। তারা দিনের বেলা মাঝ নদীতে বালু কাটলেও রাত হলেই তীর ঘেঁষে বালু কেটে নিচ্ছে। বেক্সিমকো কোম্পানির জমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো. সেলিম জানান, তীর ঘেঁষে বালু উত্তোলন করায় ভাঙ্গন দেখা দিলে জেলা প্রশাসকের কাছে তা বন্ধে আবেদন করা হয়। বেশকিছু দিন বন্ধ থাকলেও গত ১৫ দিন ধরে পুনরায় বালু উত্তোলন শুরু করায় খণ্ড খণ্ড জমি নদী গর্ভে বিলীন হচ্ছিল। আজ ভোরে জমির বেশিরভাগ অংশ ভূমি ধসের মতো নদী গর্ভে বিলীন হয়। এ পর্যন্ত বেক্সিমকো কোম্পানির প্রায় ২৫ বিঘা জমিসহ স্থানীয় এলাকাবাসীর বেশকিছু কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।

গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খাঁন তোতা জানান, অভিযোগ পাওয়ার পর মহালের বালু কাটা বন্ধের জন্য নিষেধ করা হয়েছে। ইজারাদার প্রতিষ্ঠান প্রশাসনের অনুমতি নিয়েই বালু উত্তোলন করছিল।
এদিকে আরও কৃষি জমি বিলীন হওয়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেঘনা-গোমতী সেতু হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

[ad#bottom]

Leave a Reply