টঙ্গিবাড়িতে পাকা রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবি

মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানাধীন বিক্রমপুর টঙ্গিবাড়ি কলেজের পশ্চিম পাশে অবস্থিত রংমেহার, নয়ানন্দ নগরকান্দি, পুরাপাড়া অবহেলিত ৪টি গ্রাম। রংমেহার গ্রামের ওপর দিয়ে ৩টি গ্রামের মানুষ চলাচল করে। রংমহার থেকে নয়ানন্দ, নগরকান্দি, পুরাপাড়া ৭ কিলোমিটার কাঁচা রাস্তা, কাঠের ৫টি পুল দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। অথচ এই কাঠের পুল ও রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষকে চলাফেরা করতে হয় জীবন-জীবিকার প্রয়োজনে। এই কাঠের পুল দিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে থাকে। ৮ কিলোমিটার কাঁচা রাস্তাকে পাকা ও ৫টি কাঠের পুলকে ব্রিজ রূপান্তর করার জন্য দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী জোর দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ৮ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা ও ৫টি কাঠের পুলকে ব্রিজে রূপান্তর করা হচ্ছে না। অল্প বৃষ্টি হলে রাস্তাগুরো জনদূর্ভোগের সৃষ্টি হয়। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মুসল্লি, ছাত্রছাত্রী, কৃষকদের যাতায়াতের সুবিধার্থে ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে অতিজরুরি ভিত্তিতে কাঁচা রাস্তাগুলো পাকা করা এবং ৫টি কাঠের পুলকে ব্রিজে রূপান্তর করার জন্য স্থায়ী সংসদ সদস্য সাগুপ্ত ইয়াসমিন এমিলি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

খন্দকায় ইয়াছিন

টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ।

[ad#bottom]

Leave a Reply