মুন্সীগঞ্জে জাটকা আটকের হিড়িক

মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে জাটকা আটকের হিড়িক পড়েছে। আটক করা জাটকাগুলো কখনো প্রকাশ্য নিলামে বিক্রি, কখনো মাটি চাপা আবার কখনো এতিমদের মাঝে বিতরণ করা হচ্ছে। এ ছাড়া জাটকা আটক অভিযানে মৎস্য কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে। আজ শুক্রবারসহ গত ৪ দিনে ৩১৫ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড ও গ্রামবাসী।

সূত্র জানায়, শুক্রবার শ্রীনগর উপজেলার পৃথক দুইটি স্থান থেকে ১শ মণ, ধলেশ্বরী-শীতলক্ষা মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে বৃহস্পতিবার ১শ মণ, বুধবার একই স্থান থেকে ৩০ মণ, মঙ্গলবার ভোরে ধলেশ্বরী নদীর কাঠপট্টি এলাকায় কোস্টগার্ড যাত্রীবাহী লঞ্চ থেকে ৩৫ মণ এবং একই স্থান থেকে কয়েক দিন আগে আরো ৫০ মণ জাটকা আটক করা হয়।

এছাড়া লৌহজংয়ের মাওয়া ফেরীঘাট এলাকা থেকে সমপ্রতি ৩৫ কেজি জাটকা আটক করা হয়েছিল। অন্যদিকে সদরের বাগেশ্বর বাজার ও কাটাখালী বাজার থেকে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকা আটক করে ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগমকে লাঞ্ছিত ও এক কর্মচারীকে মারধর করে আটককৃত জাটকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

[ad#bottom]

Leave a Reply