দুই দিনেই কাজ শেষ করেছিলাম

আজ চ্যানেল আইতে রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘উড়ালপঙ্ক্ষী মন’। আজ অন্তরালের গল্প বলেছেন নাটকের অভিনেত্রী ইলোরা গহর

নাটকে আমি কাজ করেছিলাম পাঁচ কী ছয় মাস আগে। তখন আরো কয়েকটি নাটক নিয়ে এত ব্যস্ত ছিলাম যে, এই নাটকটির কাজ দুই দিনেই শেষ করতে হয়েছিল। নাটকে আমার চরিত্রটি একজন বড় বউয়ের। আমার সন্তান না হওয়ায় স্বামী আবার বিয়ে করে। সে বিয়ে করায় আমার ভেতর খানিকটা ঈর্ষা কাজ করতে শুরু করে। ইনিয়ে-বিনিয়ে তাই সব সময় স্বামীকে ছোট বউ থেকে আলাদা করতে ব্যস্ত থাকি। শুধু তা-ই নয়, বিয়ের পর প্রথম প্রথম স্বামীকে যতটুকু অবহেলা করেছি, এক পর্যায়ে গিয়ে আবার তার সেবা করে হারানো মন পেতে চেষ্টা করি। সত্যি বলতে কী, গ্রামবাংলার ঘরে ঘরে যেটা হয়, তা-ই এই নাটকের পটভূমি।

নাটকটিতে আমার অংশের শুটিং হয়েছে পুবাইলে। সেখানে আমরা বেশ মজাও করেছিলাম শুটিংয়ের সময়। বিশেষ করে নাটকটির সংলাপগুলো এত মজার ছিল যে, শুটিং করতে গিয়ে সবাই হেসে ফেলতাম। নাটকটি প্রচার হওয়ার পর থেকেই দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। সবাই বলছেন, আমি নাকি গতানুগতিকের বাইরে এসে অভিনয় করেছি। শুনে ভালো লাগছে। আসলে দর্শকদের জন্যই তো আমাদের এই পরিশ্রম। তা ছাড়া একই ধারায় অভিনয় করাটা একজন অভিনেত্রীর কাছেও অনেক বিরক্তিকর ব্যাপার। আমাদের জন্য যাঁরা গল্প তৈরি করেন, তাঁদের উচিত দর্শকদের কথা মাথায় রেখে গল্প তৈরি করা। সমসাময়িক বিষয়গুলো গল্পে নিয়ে আসা। তাহলে ভিন্নতাও থাকবে। আর অভিনেত্রীদেরও তখন শুনতে হবে না, ‘ও তো একই ধরনের চরিত্র করে।’

[ad#bottom]

Leave a Reply