সিরাজদিখানে এক রাতে ২ বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে জানায় ক্ষতিগ্রস্তরা। জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের বিপ্লব মিয়ার বাড়িতে ডাকাতরা প্রথমে হানা দেয়। এ সময় তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে একই গ্রামের আলাউদ্দিন মোল্লার বাড়িতে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটে নেয় ।

বিপ্লব জানান, ১৫/১৬ জনের এক দল ডাকাত এ ঘটনায় অংশ নেয়। পুলিশ জানায়, শনিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দাখিল হয়নি।

[ad#bottom]

Leave a Reply