পদ্মা সেতু নির্মাণে কোন সংশয় নেই- যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন পদ্মা সেতু নির্মাণে কোন সংশয় নেই। এপ্রিল মাসেই এ পদ্মা সেতুর চূড়ান্ত দরপত্র আহ্বান করা হবে। সেতু নির্মাণে দাতাসংস্থাসমূহ ২.৬ বিলিয়ন মার্কিন ডলার প্রদান নিশ্চিত করেছে। এ ঋণের অর্থায়ন জাপান থেকে পরে পাওয়া যাবে। ইতোমধ্যে সেতু নির্মাণের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল মহানগর এয়ারপোট থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প চালুর জন্য পয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। এ প্রকল্পটি চালু করতে এডিবি কর্তৃক সহায়তা দেয়া হবে বলে যোগাযোগমন্ত্রী জানান। মন্ত্রী বলেন বিআরটি’র প্রকল্পটির নির্মাণে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় হবে এতে এডিবি ১২৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত আছে।

[ad#bottom]

Leave a Reply