সিরাজদিখানে পুলিশকে মারধর, আটক ৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া গ্রামে রাস্তা দখল করে দেয়াল নির্মাণে বাধা দেয়ায় এক পুলিশ কনস্টেবলকে মারধর করেছে বাড়ির মালিকের ভাইয়েরা। আজ বুধবার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ওসি ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এতে পুলিশ ৩ ভাই ফুলচান, হাকিম, ইস্রাফিলসহ ৪ জনকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, কুচিয়ামোড়া গ্রামের মৃত ইছাক বেপারী পরিবার সরকারী রাস্তা দখল করে বাড়ির দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে বুধবার দুপুর ৩টার দিকে পুলিশ নির্মাণ কাজে বাধা দেন। এ সময় বাড়ির মালিকের ৩ ভাই পুলিশের উপর চড়াও হয়ে এক কনস্টেবলকে থাপ্পড় মারে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবা আইরীন ও সিরাজদিখান থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনাস্থলে যান। এতে ৩ ভাই ফুলচান, হাকিম ও ইস্রাফিলসহ তাদের লোকজন ওই কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলে পুলিশ তাদের আটক করে।

সিরাজদিখান থানার ওসি মাহাবুবুর রহমান শীর্ষ নিউজ ডটকমকে জানান, ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

[ad#bottom]

Leave a Reply