সিরাজদিখানে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ইমরান (২২) ও রাসেল (১৭) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কুচিয়ামোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পহেলা বৈশাখের আনন্দ উপভোগ করতে ইমরান ও রাসেল মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে যাচ্ছিল। পথিমধ্যে কুচিয়ামোড়া কলেজ গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দু’জনেরই মাথা ফেটে মগজ বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ও ইসলামপুর গ্রামে।

[ad#bottom]

Leave a Reply