মুক্তারপুরে বিপুল পরিমাণ জাটকা আটক

শহরের মুক্তারপুরের কাছে ধলেশ্বরী নদীতে শনিবার সকালে কোস্টগার্ড যাত্রীবাহী একটি লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা আটক করেছে। তবে কোস্টগার্ড ও জেলা মৎস্য অফিস আটক জাটকার পরিমাণ জানাতে অপরাগতা প্রকাশ করেন। ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকা আটকের পর তা নিলামে বিক্রির জন্য নারায়ণগঞ্জের পাগলায় নেওয়া হয়েছে। লঞ্চ থেকে অন্তত: ৫টি ড্রামভর্তি বিপুল পরিমাণ জাটকা আটক করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
————————————-

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ৯০ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে আজ শনিবার ৯০ মণ জাটকা আটক করা হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা সকালে ধলেশ্বরী নদীতে ঢাকাগামী এমডি গাজী নামের লঞ্চে অভিযান চালায়। এ সময় ওই জাটকা আটক করা হয়। পরে দুপুর ২টার দিকে সদরের মীরকাদিম বন্দরে নিলামে আটককৃত ওই জাটকা ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম এ সময় নিলাম আহবান করেন। এতে স্থানীয় জেলেরা আটক ওই জাটকা ক্রয় করেন।

এদিকে জাটকা বহনকারী এমডি গাজী লঞ্চকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম জানিয়েছেন।

শীর্ষ নিউজ
——————————

[ad#bottom]

Leave a Reply