বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সংসদীয় উপ-কমিটির বৈঠকে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান মইন উ আহমেদের পর তিনিও কমিটিকে লিখিত বক্তব্য জানান। বক্তব্যে নিজের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র, শিক্ষক ও সেনা সদস্যের মধ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন সাবেক এ সরকার প্রধান। ওই ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ উপ-কমিটির ৫ম বৈঠকে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে চিঠিতে এ বক্তব্য জানান তিনি।
শনিবার স্থায়ী কমিটির সভাপতি ও উপ-কমিটির আহ্বায়ক রাশেদ খান মেননের কাছে চিঠিটি পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে। মেননের একান্ত সচিব নাইমুল আজম খান শীর্ষ নিউজ ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
২০০৭ সালের ওই সহিংস ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে উপ-কমিটিকে চিঠি দেন সাবেক সেনা প্রধান মইন উ আহমেদ। গত ১৩ এপ্রিল তার ওই বক্তব্য এ কমিটির কাছে পেঁৗছে। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের এ দুই প্রভাবশালী ব্যক্তিকে এ উপ-কমিটির ৫ম বৈঠকে হাজির হতে বলা হয়। তাদের এ হাজিরা নিশ্চিত করতে গত ২৯ মার্চ সংসদ সচিবালয়ের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পৃথক দুটি চিঠি পাঠানো হয়। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত ওই চিঠি দুটিতে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ওই সহিংস ঘটনা তদন্তে গঠিত এ উপ-কমিটির ৪র্থ বৈঠকে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে তলবের সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই বৈঠকের পর কমিটির আহ্বায়ক জানিয়েছিলেন, সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ সিনা ইবনে জামালী ও তৎকালীন ডিজিএফআই কর্নেল ছামস বা বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল ছামসুল আলম খানের দেয়া সাক্ষ্যের ভিত্তিতে তাদের তলবের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল সকাল ১১টায় সংসদ ভবনের ৪র্থ তলার ২নং স্থায়ী কমিটি কক্ষে উপ-কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের ১৯ আগস্ট এ কমিটি গঠন করা হয়।
শীর্ষ নিউজ
————————————
সংসদীয় কমিটিতে আসছেন না ফখরুদ্দীনও
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের মতো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদও সংসদীয় কমিটিতে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংসদীয় উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের ২০০৭ সালের সংঘর্ষ বিষয়ে বক্তব্য নিয়ে ১৮ এপ্রিল কমিটির বৈঠকে হাজির হতে দুজনকে বলেছিলো।
কার্যত ওই সরকার চালানো মইন আহমেদ অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৩ এপ্রিল তার অপরাগতার কথা জানান।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফখরুদ্দীনও উপস্থিত হতে পারবেন না জানিয়ে একটি ইমেইল পাঠিয়েছেন।
সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি ইমেইল পাঠিয়েছেন। জানিয়েছেন, তিনি উপস্থিত হতে পারছেন না।”
দুজন উপস্থিত হতে অপারগতা জানানোয় সংসদীয় কমিটির পরবর্র্তী পদক্ষেপ কী হবে- জানতে চাইলে মেনন বলেন, “কাল আমাদের বৈঠক রয়েছে। সেখানেই আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।”
সংঘর্ষের ঘটনা তদন্তে গত বছরের অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন। পাশাপাশি অনেককে করা হয় গ্রেপ্তার।
বিডি নিউজ 24
——————————————–
[ad#bottom]
Leave a Reply