সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল শুরু

সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হওয়ার পর সোমবার দুপুর ২টা থেকে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। এ সময় কয়েক শতাধিক যানবাহনের দীর্ঘ যানজটে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পরে স্থানীয় জনতার দাবি অনুযায়ী মহাসড়কের ওমপাড়া নামকস্থানে স্পিডবেকার নির্মাণ করার পর অবরোধ তুলে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, এর আগেও দু’ দফা একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত হয়। সে সময় জনতা মহাসড়ক অবরোধ করে স্পিডবেকার নির্মাণের দাবি করলে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু পরে স্পিডবেকার নির্মাণে বিলম্ব করায় সোমবার পুনরায় সড়ক দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দাবি অনুযায়ী স্পিড বেকার নির্মাণের পর সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

[ad#bottom]

Leave a Reply