২০ হাজার টাকার বিনিময়ে আবুল হোসেনকে হত্যা করা হয়

মুন্সীগঞ্জের গজারিয়ার আবুল হোসেনকে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। আজ সোমবার সকালে গ্রেফতারকৃত আসামি আরিফ ও জনি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা পুলিশকে আরো জানায়, আবুল হোসেনের সঙ্গে তার স্ত্রীর বড় ভাই শফিকের টাকা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শফিক আবুলকে হত্যা করার পরিকল্পনা করে।

সে অনুযায়ী শফিক হত্যার স্থান হিসেবে তার শ্বশুরবাড়ি এলাকা গজারিয়াকে বেছে নেয় এবং এর সঙ্গে তার শ্যালক রাসেলকে সম্পৃক্ত করে। গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, শ্যালক রাসেল তেতুইতলা গ্রামের আরিফ ও জনিসহ কয়েকজন সন্ত্রাসীকে ২০ হাজার টাকায় ভাড়া করে। এরপর টাকা দেয়ার কথা বলে গত ২৫ মার্চ রাত ১০টার দিকে আবুলকে গজারিয়া এনে তাকে হত্যার পর মৃত্যু নিশ্চিত করে লাশ নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় মামলা রুজু করেন। তিনি আরো জানান, নিহত আবুল হোসেন ও শফিকের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর এলাকায়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে। এছাড়া অপর আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

[ad#bottom]

Leave a Reply