শ্রীনগরে মস্তকবিহীন লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মস্তকবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাগ্যকুল গ্রামের পদ্মা নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়েও মাথা উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির নাম ও পরিচয় এবং কারা কি কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ধারণা করছে, অন্য কোথাও গলা কেটে হত্যার পর লাশ গুম করার লক্ষ্যে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে লাশ নদীতে ফেলে দেয়া হয়। এতে মাথা নদীতে তলিয়ে গেলেও দেহ ভেসে ওঠেছে।

[ad#bottom]

Leave a Reply