ঝড়ের মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ১ ঘণ্টা বন্ধ

ঝড়ের কবলে পড়ে আজ বৃহস্পতিবার বিকেলে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় ২টি রো-রো ফেরি পদ্মা নদীর মধ্যখানে আটকা পড়ে। পরে সন্ধ্যা ৬টা থেকে নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

সূত্র জানায়, রো-রো ফেরি শাহ মখদুম মাওয়া থেকে ছেড়ে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে রওনা হওয়ার পর ঝড়ের কবলে পড়ে। এতে পদ্মা নদীর মাঝে ২০টি ছোটবড় যানবাহন ও দেড় শতাধিক যাত্রী নিয়ে এক ঘণ্টা নোঙর করে রাখা হয়। এছাড়া নারায়ণগঞ্জ থেকে আরিচাঘাটের উদ্দেশে ছেড়ে আসা রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাওয়া ঘাটের কাছে ঝড়ের কবলে পড়ে পদ্মায় নোঙর করে রাখা হয়।

মেরিন অফিসার আব্দুস সোবহান জানান, বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত প্রচ- ঝড়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে উভয় প্রান্তের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

[ad#bottom]

Leave a Reply